সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত সোমবারই ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন আথিয়া শেট্টি। প্রথমবার বাবা হয়ে উচ্ছ্বসিত কেএল রাহুল। সংসারে নতুন অতিথির আগমনের কথা নিজেরাই জানিয়েছিলেন তারকা দম্পতি। এই কারণেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। কিন্তু রাহুলের বাবা হওয়ার খবরে সবাই অভিনন্দন জানালেও অনুরাগীদের প্রশ্ন ছিল, রাহুল কবে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেবেন?

ফুটফুটে মেয়েকে ছেড়েই এবার আইপিএল অভিযান শুরু করতে চলেছেন রাহুল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, কেএল রাহুল ৩০ মার্চ বিশাখাপত্তনমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করতে চলেছেন। এই খবর দিল্লি ক্যাপিটালস ফ্যানদের উচ্ছ্বসিত করবে। উল্লেখ্য, সোমবারই চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে নামে তারা। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে আগেভাগেই ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। ম্যাচ চলাকালীন ইনস্টাগ্রামে একটি কার্ড পোস্ট করে বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন ভারতীয় তারকা।
নিজেদের প্রথম ম্যাচের আগে রাহুল দিল্লি শিবিরে যোগ দিয়েছিলেন। সে ব্যাপারে জানিয়েওছিলেন দলনায়ক অক্ষর প্যাটেল। “দলে যোগ দিয়েছে রাহুল। ওর কিছু ব্যক্তিগত সমস্যা আছে। তাই, ওর খেলার ব্যাপারে এখনও কিছু জানি না। রাহুল ফিরলে আমরা তাকে জিজ্ঞাসা করব। ও শারীরিক এবং মানসিকভাবে কেমন আছে, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তখনই জানা যাবে রাহুল খেলবে কিনা। তবে আপাতত কিছু জানি না।”
গত মরশুমে রাহুল ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। অধিনায়কত্বও সামলেছিলেন। কিন্তু দল সেখানে ব্যর্থ হয়। একটি ম্যাচে লখনউ মালিকের সঙ্গেও তাঁর ঝামেলার স্মৃতি তো এখনও টাটকা। এই মরশুমে তাই বাড়তি তাগিদ নিয়ে তিনি মাঠে নামতে চলেছেন। রাহুলকে এবার ১৪ কোটি টাকায় কিনেছে দিল্লি কর্তৃপক্ষ।