সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুজবেন্দ্র চাহালের সঙ্গে মাহভাশের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। পাঞ্জাব কিংসের ম্যাচ থাকলেই স্টেডিয়ামে উপস্থিত থাকেন মাহভাশ। আবার কখনও তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট করেন যুজবেন্দ্র চাহালও। এর মধ্যে সোশাল মিডিয়ায় নতুন বার্তা মাহভাশের। যা দেখে নেটদুনিয়ার প্রশ্ন, কাকে বিঁধলেন?
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি দিয়ে মাহভাশ লিখেছেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল যে তুমি জানো কখনও কারও সঙ্গে কোনও ভুল করোনি। তোমার উদ্দেশ্য সবসময় সৎ ছিল। আর মনে রেখো সব কিছুই ঈশ্বরকে ফিরিয়ে দিতে হবে। নিজের নীতি নিয়ে চলো। বাকি দুনিয়ার লোকে কী বলল, সব আসলে অযথা কোলাহল। সেগুলোকে বর্জন করো।'
স্পষ্ট করে কারও কথা বলা নেই। তবে নেটিজেনরা মনে করছেন, ধনশ্রীকে উদ্দেশ্য করেও এই বার্তা হতে পারে। আবার অনেকের মতে, দুজনের সম্পর্ক নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে, তা সম্ভবত পছন্দ করছেন না মাহভাশ। দুজনে এখনও সম্পর্কে সিলমোহর দেননি। তারপরও মাহভাশ চাহালের মধ্যে 'যোদ্ধার মতো শক্তি' দেখেছেন। আবার পাঞ্জাব স্পিনার নিজেকে প্রকাশ্যে 'ফ্যান বয়' বলে ঘোষণা করেছেন। তবু তারা খাতায়-কলমে 'ভালো বন্ধু'। তাই যাতে এই নিয়ে কোনও বাড়তি চর্চা না হয়, সেটাই যেন ইঙ্গিতে বুঝিয়ে দিলেন।
এখানেই শেষ নয়। নিজের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনও বন্ধ করে দিয়েছেন মাহভাশ। এত কিছুর মধ্যেও কিন্তু আইপিএল ফাইনাল থেকে নজর সরেনি তাঁর। জানিয়ে দিয়েছেন ফাইনালে ফের বেঙ্গালুরু-পাঞ্জাবই মুখোমুখি হবে।
উল্লেখ্য, ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই চাহালের পাশে নিয়মিত দেখা যায় আরজে মাহভাশকে। ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ভোগাচ্ছে চোট-আঘাতের সমস্যাও। কিন্তু চাহালের পাশে বারবার দেখা গিয়েছে মাহভাশকে। এবার নতুন করে মুখ খুললেন মাহভাশ।
