সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনেই মুম্বইকর। আইপিএলের জার্সিতে দল আলাদা হলেও ওয়াংখেড়ে স্টেডিয়ামটা দুজনেই ভালো মতো চেনেন। তবু যতই হোক রোহিত 'মুম্বইচা রাজা'। তাঁর এলাকায় কেউ অন্য দলের জার্সিতে কেউ দেরি করে এলে প্রশ্ন তো করবেনই। হোক না তিনি বিপক্ষের ক্রিকেটার। লখনউয়ের বিরুদ্ধে নামার আগে সেই চেনা স্টাইলে রোহিত খোঁচা মারলেন শার্দূল ঠাকুরকে।
রবিবার আইপিএলের মহা মোকাবিলায় নামছে দুই দল। অনেকটা পিছিয়ে গিয়েও প্লে অফের লড়াইয়ে কামব্যাক করেছে মুম্বই। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের ফর্মে জোয়ারভাটা। ৯ ম্যাচ খেলে দুদলেরই পয়েন্ট ১০। ফলে ওয়াংখেড়েতে যারা জিতবে তারাই প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে।
এ তো নাহয় মাঠের লড়াইয়ের কথা। মাঠের বাইরে তো রাজার মেজাজেই আছেন রোহিত। তার উপর ফর্মেও ফিরেছেন। পর পর দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন। অবশ্য শার্দূল ঠাকুরও আগুন ঝরাচ্ছেন। নিলামে অবিক্রীত ছিলেন, কিন্তু লখনউ জার্সিতে সুযোগ পেয়েই ৯ ম্যাচে ১২টি উইকেট হয়ে গিয়েছে। প্র্যাকটিসে তাঁর সঙ্গে দেখা হতেই মজা করার লোভ সামলাতে পারলেন না রোহিত।
শার্দূলকে দেখেই হিটম্যান বলে ওঠেন, "কী রে হিরো, এতক্ষণে আসার সময় হল? ঘরের দল নাকি?" পাশে তখন বসে ছিলেন আরেক মুম্বইকর- জাহির খান। যিনি আবার লখনউ দলের মেন্টর। রোহিতের বলার ধরনে সবাই হেসে ওঠেন। এর আগে একানা স্টেডিয়ামে দু'দলের লড়াইয়ে জিতেছিল লখনউ। এবার দেখার ওয়াংখেড়েতে কে 'হিরো' হন?
