shono
Advertisement
IPL 2025

রাজস্থানের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা মুম্বইয়ের, ছিটকে গেলেন তারকা স্পিনার 

হার্দিকদের চিন্তায় বৈভবের ফর্ম।
Published By: Prasenjit DuttaPosted: 01:29 PM May 01, 2025Updated: 01:29 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটমহলে চর্চার বিষয় একটাই। চোদ্দো বছরের বৈভব সূর্যবংশী। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরির পর যাকে ভারতীয় ক্রিকেটে ‘বিস্ময় বালক’ বলা হচ্ছে। তবে রাজস্থান রয়‌্যালস কোচ রাহুল দ্রাবিড়ের পূর্ণ নজর সর্বদা থাকছে বৈভবের উপর। বৃহস্পতিবার রাজস্থান নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তবে এর আগে দুঃসংবাদ মুম্বই শিবিরে। পায়ে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ভিগ্নেশ পুথুর। ফ্র্যাঞ্চাইজিটি তাঁর পরিবর্তে দলে নিয়েছে আনক্যাপড লেগস্পিনার রঘু শর্মাকে। 

Advertisement

অসাধারণ অভিষেক হয়েছিল পুথুরের। সিএসকে'র বিরুদ্ধে অভিষেক ম্যাচেই পেয়েছিলেন ৩ উইকেট। পাঁচ ম্যাচে ৬ উইকেট পাওয়া ভিগ্নেশের এবারের আইপিএল মরশুম শেষ হল। মুম্বইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, "দলের সঙ্গেই থাকবেন ভিগ্নেশ। ওর উপর নজর রাখবে মুম্বই ইন্ডিয়ান্সের মেডিক্যাল টিম। দলের সঙ্গে থেকেই ও রিহ্যাব করবে।"

অন্যদিকে, ৩২ বছর বয়সি মুম্বইয়ের নেট বোলার ছিলেন রঘু। ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে মূল দলে যোগ দিয়েছেন তিনি। পুথুরের মতো এটাই তাঁর প্রথম আইপিএল হতে চলেছে। তিনি কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাব এবং পুডুচেরির হয়ে খেলছেন। ১১টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৫৭ উইকেট। গড় ১৯.৫৯। তাছাড়াও ন'টি লিস্ট এ ম্যাচে ১৪টি এবং তিনটি টি-টোয়েন্টিতে ৩ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। ভিগ্নেশ ছিটকে যাওয়ায় সেট টিম ভাঙতে হবে মুম্বইকে। 

যদিও তার আগে বৈভব সম্পর্কে দ্রাবিড় বলেন, “ও এখন যে রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ, ওকে নিয়ে আলোচনা হবেই। সেটা স্বাভাবিক। বৈভবের সম্পর্কে লোকেরা কী বলছে, সেটা আমি কন্ট্রোল করতে পারব না। অবশ‌্যই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ওর কাছে চ‌্যালেঞ্জিং। তবে একই সঙ্গে উপভোগ‌্যও।”

মুম্বইয়ের বিরুদ্ধেও ওপেনিং জুটিতে যশস্বী আর বৈভবকে দেখা যাবে। গুজরাতের বিরুদ্ধে ওরকম বিধ্বংসী ইনিংসের পর বৈভবকে নিয়ে আরও বেশি সতর্ক মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের শুরুটা ভালো না হলেও ছন্দে চলে এসেছে হার্দিক পাণ্ডিয়ার মুম্বই। পরপর পাঁচ ম‌্যাচে জয়। লিগ টেবিলে উপরের দিকে রয়েছে তারা। রাজস্থান ম‌্যাচে জিতে জয়ের ডবল হ‌্যাটট্রিকে নজর হার্দিকদের।

টিমের তারকা পেসার ট্রেন্ট বোল্ট বলেছেন, “আমি ক্রিস গেইল, এবি ডে’ভিলিয়ার্সদের মতো বিশ্বের সেরা ব‌্যাটারদের বল করেছি। চোদ্দো বছরের বৈভবকে বোলিং করা নিয়ে আমাকে সতর্ক থাকতে হবে। দুর্দান্ত একটা লড়াই হতে চলেছে। দুরন্ত ফর্মে রয়েছে ও। ভয়ডরহীন ক্রিকেট খেলে। চোদ্দো বছরের একটা ছেলে কী দুর্ধর্ষ ইনিংস খেলেছে!’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পায়ে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ভিগ্নেশ পুথুর।
  • ফ্র্যাঞ্চাইজিটি তাঁর পরিবর্তে দলে নিয়েছে আনক্যাপড লেগস্পিনার রঘু শর্মাকে। 
  • রাজস্থান ম্যাচেও জিতে জয়ের ডবল হ্যাটট্রিকে নজর হার্দিকদের।
Advertisement