shono
Advertisement

Breaking News

IPL 2025

শাস্তির খাঁড়া বেঙ্গালুরু-হায়দরাবাদের সব ক্রিকেটারের উপর, কোন অপরাধে?

সানরাইজার্সের কাছে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গিয়েছে আরসিবি।
Published By: Prasenjit DuttaPosted: 02:47 PM May 24, 2025Updated: 02:47 PM May 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এমনিতেও ৪২ রানে হেরে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার উপর শাস্তি পেলেন আরসিবি'র রজত পাতিদার। শাস্তির খাঁড়া নেমে এসেছে হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের উপরেও। মন্থর বোলিংয়ের কারণে তাঁদের জরিমানা করা হয়েছে। এখানেই শেষ নয়, শাস্তির কবলে পড়েছে দুই দলের প্রথম একাদশে থাকা সমস্ত ক্রিকেটারও।

Advertisement

যদিও সানরাইজার্স ম্যাচে অধিনায়ক ছিলেন না পাতিদার। তিনি নেমেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। সেই কারণেই জিতেশ শর্মা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে, জরিমানা করা হয়েছে রজত পাতিদারকেই। কারণ তিনিই আরসিবি'র মনোনীত অধিনায়ক। একই অপরাধ দ্বিতীয়বার করার অপরাধে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁর।

অন্যদিকে, কামিন্সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাতিদারের থেকে হায়দরাবাদ অধিনায়ককে কম জরিমানা দিতে হবে। কারণ এটি ছিল তাঁর প্রথম অপরাধ। আইপিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আইপিএলের আচরণবিধি ভাঙার ফলে রজত পাতিদারকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি একই অপরাধ দ্বিতীয়বার করেছেন। তাছাড়াও জরিমানা করা হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার-সহ প্রথম একাদশের বাকি সদস্যকেও। তাদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি'র ২৫ শতাংশ। অর্থাৎ তাঁদের দিতে হবে ৬ লক্ষ টাকা।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুসারে কামিন্সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এটি তার দলের প্রথম অপরাধ ছিল।' জানা গিয়েছে, কামিন্স ছাড়াও তাঁর দলও পড়েছে জরিমানার কবলে। তাদেরও ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। উল্লেখ্য, সানরাইজার্সের কাছে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গিয়েছে আরসিবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শাস্তির খাঁড়া নেমে এসেছে রজত পাতিদার এবং প্যাট কামিন্সের উপর।
  • মন্থর বোলিংয়ের কারণে তাঁদের জরিমানা করা হয়েছে।
  • শাস্তির কবলে পড়েছে দুই দলের প্রথম একাদশে থাকা সমস্ত ক্রিকেটারও।
Advertisement