shono
Advertisement
IPL 2025

'চওড়া' ব্যাটে জিতিয়েছেন সল্ট! ম্যাচের মাঝেই গজ-ফিতে দিয়ে ব্যাট মাপলেন আম্পায়ার

ব্যাটের আকার মাপা হল রাজস্থানের হেটমায়ারেরও।
Published By: Prasenjit DuttaPosted: 09:20 PM Apr 13, 2025Updated: 10:51 AM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল সল্টের 'চওড়া' ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে আরসিবি। আম্পায়ারও কি তাই সন্দেহ প্রকাশ করেছিলেন? রবিবার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়াম সাক্ষী থাকল এমনই এক অভিনব ঘটনার। ম্যাচের মাঝে ব্যাট পরীক্ষা করে দেখেন আম্পায়ার। তাও আবার দু'বার। প্রথমে শিমরন হেটমায়ার আর পরে পরীক্ষা করা হয় ফিল সল্টের ব্যাটও। কিন্তু কেন এমন করলেন আম্পায়ার? 

Advertisement

প্রথম ঘটনাটি রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারের। যশস্বী জয়সওয়ালের আউটের পর পাঁচ নম্বরে নামেন হেটমায়ার। উইকেটের অন্য প্রান্তে তখন ধ্রুব জুড়েল। কিন্তু হঠাৎই আম্পায়ার খেলা থামিয়ে দেন। কারণ তাঁর হেটমায়ারের ব্যাটের আকার নিয়ে সন্দেহ হয়েছিল। তাই ব্যাটের আকার সীমার মধ্যে রয়েছে কিনা, তা জানতে গজ-ফিতে দিয়ে মাপেন আম্পায়ার। যদিও পরীক্ষায় পাশ করেন ক্যারিবিয়ান তারকা। এখানেই শেষ নয়। পরে সল্টের ব্যাটও পরীক্ষা করা হয়। তিনিও সসম্মানে উত্তীর্ণ হন।

আইপিএলের ৫.৭ ধারা অনুযায়ী, ব্যাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি বা ৯৬.৫২ সেন্টিমিটারের বেশি হবে না। আর চওড়ায় হবে ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেমি। এদিন রাজস্থানের হেটমায়ার ৮ রানে আউট হলেও আরসিবি'র ফিল সল্ট ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। প্রসঙ্গত, এর সঙ্গে চর্চায় এসেছে ক্যাচ মিসের ঘটনাও। গোটা ম্যাচে এদিন চারটি ক্যাচ মিস হয়েছে।

এদিন রাজস্থানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যমাত্রা ১ উইকেট হারিয়ে তুলে নেয় আরসিবি। তখনও বাকি ছিল ১৯ বল। ফিল সল্ট আউট হয়ে গেলেও ঝড় অব্যাহত ছিল বিরাট কোহলির (৬২)। বলা যায়, এই দুই তারকার চওড়া ব্যাটে ভর করেই হাসি মুখে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাচের মাঝে ব্যাট পরীক্ষা করে দেখলেন আম্পায়ার।
  • তাও আবার দু'বার।
  • প্রথমে শিমরন হেটমায়ার আর পরে পরীক্ষা করা হয় ফিল সল্টের ব্যাটও।
Advertisement