shono
Advertisement
Pakistan Women Cricket Team

বিশ্বকাপে যোগ্যতা অর্জন পাকিস্তানের মেয়েদের, ভারতে খেলবেন? হাইব্রিড মডেলে চিন্তায় BCCI

কোথায় খেলবে পাকিস্তান?
Published By: Prasenjit DuttaPosted: 07:09 PM Apr 18, 2025Updated: 11:26 AM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরেই ভারতে বসতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর। গদ্দাফি স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে মেগা টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান। যোগ্যতা অর্জন পর্বের চারটি ম্যাচেই জিতেছে তারা। যদিও প্রশ্ন উঠছে, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও পাকিস্তান কি ভারতে আসতে পারবে?

Advertisement

মাস কয়েক আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন হয়েছিল। আইসিসির চাপের কাছে একপ্রকার নতিস্বীকার করতে হলেও, একাধিক শর্ত দিয়েছিল পাকিস্তান। পাক বোর্ডের দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে ২০৩১ পর্যন্ত।

প্রাথমিকভাবে এই শর্ত মানতে চায়নি ভারতীয় বোর্ড। কিন্তু পরে ২০৩১ নয়, ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানের এহেন দাবি মানতে রাজি হয় বিসিসিআই। তাই মনে করা হচ্ছে, ভারতে আয়োজিত মহিলাদের একদিনের বিশ্বকাপ হবে হাইব্রিড মডেলেই।

সেক্ষেত্রে কোথায় খেলবে পাকিস্তান? পাকিস্তানের মহিলা ক্রিকেট দলকে কি ভারতে পাঠাতে রাজি হবে পিসিবি? পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি রাজি না হয়, তাহলে ভারতকে হাইব্রিড মডেলেই বিশ্বকাপ আয়োজন করতে হবে। সেক্ষেত্রে শর্ত অনুযায়ী পাকিস্তানের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতেই হবে। যদিও সেসব ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকবে বিসিসিআই। সূত্রের খবর, পাকিস্তানের ম্যাচগুলি শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গদ্দাফি স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান।
  • যোগ্যতা অর্জন পর্বের চারটি ম্যাচেই জিতেছে তারা।
  • বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও পাকিস্তান কি ভারতে আসতে পারবে?
Advertisement