shono
Advertisement
IPL 2025

সানরাইজার্সের বিরুদ্ধে অনবদ্য ইনিংসে বিরাটের সারিতে বসলেন রোহিত, মাইলফলক বুমরাহরও

একাধিক রেকর্ড হিটম্যানের নামের পাশে।
Published By: Prasenjit DuttaPosted: 01:44 PM Apr 24, 2025Updated: 01:44 PM Apr 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বড় লাফ মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত, বুমরাহরা এখন তিনে। মুম্বইয়ের এই উত্থানের পিছনে রোহিত শর্মার 'হিট ম্যান' অবতারে ফিরে আসাটাও একটা কারণ। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও তাঁর ব্যাট কথা বলেছে। ৪৬ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলে একাধিক রেকর্ডও করেছেন তিনি। অন্যদিকে, ফর্মে ফেরার চেষ্টা চালানো জশপ্রীত বুমরাহও নজির গড়েছেন। 

Advertisement

টি-টোয়েন্টি কেরিয়ারে ১২ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন রোহিত। ঘরোয়া এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে এই নজির গড়েছেন তিনি। সানরাইজার্স ম্যাচে এই মাইলস্টোনে পৌঁছতে তাঁর দরকার ছিল ১২ রান। যা অনায়াসেই তিনি সংগ্রহ করেন। সব মিলিয়ে ৪৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে এখন তাঁর রানসংখ্যা ১২,০৫৮। তাঁর সামনে কেবলই বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে তাঁর রান ১৩,২০৮। 

এখানেই শেষ নয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন রোহিত শর্মা। এখন ২৫৯টি ছক্কা তাঁর নামের পাশে। এর আগে ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ডের (২৫৮) নামে ছিল এই রেকর্ড। তাছাড়াও পরপর দু'টো হাফসেঞ্চুরি করেও ৯ বছর আগের এক স্মৃতি ফিরিয়েছেন তিনি। ২০১৬ সালের পর আর টানা দু'টি হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি।

অন্যদিকে, সানরাইজার্সের বিপক্ষে ১ উইকেট নিয়েও ৩০০ উইকেটের মাইলফলকে স্পর্শ করেছেন বুমরাহ। দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে তিনি এই নজির গড়লেন। তাঁর আগে পেসার হিসেবে ৩০০-র ক্লাবে ঢুকেছিলেন ভুবনেশ্বর কুমার (৩১৮)। যদিও ৩০০-র বেশি উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে তালিকায় প্রথমে রয়েছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল (৩৭৩)। পীযূষ চাওলা (৩১৯) এবং রবিচন্দ্রন অশ্বিন (৩১৫)-রাও রয়েছেন তালিকায়।

আরও একটি অসাধারণ কীর্তি গড়েছেন তিনি। মাত্র ২৩৭ ইনিংসে তিনি ৩০০ উইকেট পেলেন বুমরাহ। এটিই পেসারদের মধ্যে তৃতীয় দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড। তাঁর আগে অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস) এবং লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস)। উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরপর চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বড় লাফ মুম্বই ইন্ডিয়ান্সের।
  • ৪৬ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলে একাধিক রেকর্ডও করেছেন রোহিত।
  • ফর্মে ফেরার চেষ্টা চালানো জশপ্রীত বুমরাহও নজির গড়েছেন।
Advertisement