সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। যদিও দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির পর ফের আইপিএল শুরুর পরিকল্পনা তৈরি রেখেছে বিসিসিআই। এরই মধ্যে খবর, এক সপ্তাহের বিরতি মেনেই ১৬ কিংবা ১৭ মে আইপিএলের দ্বিতীয় দফা শুরু হতে পারে। ৩০ মে ফাইনাল। আর দ্বিতীয় দফা শুরুর আগে অনুশীলনে নেমে পড়ল গুজরাট টাইটান্স।
১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে শুভমান গিলের দল। তারা চাইছে মোমেন্টাম ধরে রাখতে। তাই অনুশীলনে গা ঘামিয়ে নিতে দেখা গেল গুজরাটের ক্রিকেটারদের। রবিবার তাদের নেট সেশন তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে। বিকেল সাড়ে ৫টায় শুরু হয় শুভমান-সুদর্শনদের অনুশীলন। চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। অর্থাৎ কেবল গা ঘামিয়ে নেওয়াই নয়, পূর্ণ মাত্রায় অনুশীলন করতে দেখা যায় তাঁদের।
ফ্রাঞ্চাইজি এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে নিশ্চিত করা হয়েছে, অনুশীলনে উপস্থিত ছিলেন শুভমান গিল, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, শেরফেন রাদারফোর্ডের মতো তারকারা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে এক আধিকারিক বলেন, "ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা হয়েছে। এরপর এক সপ্তাহের মধ্যে আইপিএলের দ্বিতীয় দফা দ্রুত শুরু হবে বলেও জানানো হয়। সেই কারণে ক্রিকেটাররা আহমেদাবাদ থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অনুশীলনও শুরু করেছি। সবাইকে দারুণ ছন্দেও রয়েছেন। মাঠে নামার জন্য তৈরি আমরা।"
এখনও আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, চারটি প্লে অফ ম্যাচ-সহ ফাইনাল। জানা যাচ্ছে, নতুন সূচিতে মাত্র তিনটি ভেন্যুতে সব ম্যাচগুলি করা হতে পারে। সেই তিনটি জায়গা হল বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদ। পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে অনেকটাই দূরে শহরগুলি। গ্রুপ স্টেজের ম্যাচগুলি এখানে হবে। ফাইনাল হওয়ার কথা ইডেনে। সেই ভেন্যু এখনও পর্যন্ত বদলানোর কোনও খবর নেই। এরই মাঝে আইপিএল স্থগিত হওয়ার পর প্রথম দল হিসেবে অনুশীলনে নেমে পড়ল গুজরাট টাইটান্স।
