shono
Advertisement
Abhishek Sharma

১৪১ রানেও খুশি নন! বাবার কাছে 'বকা' খেলেন অভিষেক, মা বলছেন, 'এবার আর থামানো যাবে না'

অভিষেকের চিরকুটে কী লেখা? কেড়ে নিয়ে দেখলেন শ্রেয়স।
Published By: Arpan DasPosted: 02:23 PM Apr 13, 2025Updated: 02:23 PM Apr 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন অভিষেক শর্মা। হায়দরাবাদের ব্যাটার ৫৫ বলে ১৪১ রান করেন। তারপর অভিনব চিরকুট সেলিব্রেশন তাঁর। যা ইতিমধ্যেই ভাইরাল। এমনকী তাতে কী লেখা আছে, সেটা দেখতে এগিয়ে গেলেন বিপক্ষ অধিনায়ক শ্রেয়স আইয়ারও। কিন্তু এই অবিশ্বাস্য ইনিংস দেখেও খুশি নন অভিষেকের বাবা। কিন্তু কেন?

Advertisement

শনিবার পাঞ্জাব প্রথমে ব্যাট করে তোলে ২৪৫ রান। এবারের আইপিএলে সেভাবে হায়দরাবাদের ব্যাটিং ঝড় তুলতে পারেনি। কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে সেই ঝড়টা উঠল। ৪০ বলে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক। সেঞ্চুরির পর পকেট থেকে একটি কাগজ বের করেন অভিষেক শর্মা। যে কাগজে লেখা ছিল এই ইনিংসটি অরেঞ্জ আর্মির জন্য। অর্থাৎ এই শতরানের ইনিংসটি হায়দরাবাদের সমর্থকদের জন্য উৎসর্গ করলেন অভিষেক শর্মা।

প্রথমে সবাই বুঝে উঠতে পারেননি এই চিরকুটে কী লেখা আছে। এমনকী পাঞ্জাব অধিনায়ক শ্রেয়সও নয়। অভিষেকের চিরকুট সেলিব্রেশনের পর শ্রেয়স তাঁর থেকে চিরকুট চেয়ে নেন। দেখেন কী লেখা আছে? ৮ উইকেটে হারের পরও যেন তাঁর ঘোর কাটছিল না। ম্যাচের পর বলেন, "আমি ভেবেছিলাম যথেষ্ট রান করেছি আমরা। এমনও ভাবলে হাসি পাচ্ছে যে ওরা ২ ওভার বাকি থাকতেই রান তুলে নিল।"

শ্রেয়স হাসলেও একজন সম্পূর্ণ খুশি নন। তিনি অভিষেকের বাবা। কারণ, হায়দরাবাদকে শেষ পর্যন্ত জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। অভিষেক বলছেন, "আমার বাবা সব সময় বলতেন, ম্যাচ শেষ করে এসো। ফলে উনি একেবারেই খুশি নন। আমাকে অনেক উন্নতি করতে হবে। আসলে সেই অনূর্ধ্ব-১৪'র সময় থেকে বাবা খেলা দেখতে আসেন। আমাকে বলতে থাকেন, 'এভাবে খেল, ওভাবে খেল'। তাই মা-বাবার সামনে এরকম ইনিংস খেলতে পারা গর্বের।" আর অভিষেকের মা বলছেন, "মাঝে একটু অফ ফর্ম চলছিল। এবার ফর্মে ফিরেছে। এবার আর থামবে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন অভিষেক শর্মা।
  • এমনকী তাতে কী লেখা আছে, সেটা দেখতে এগিয়ে গেলেন বিপক্ষ অধিনায়ক শ্রেয়স আইয়ারও।
  • কিন্তু এই অবিশ্বাস্য ইনিংস দেখেও খুশি নন অভিষেকের বাবা।
Advertisement