shono
Advertisement
Cheteshwar Pujara

'এখনও নতুন কিছু শেখার জন্য মুখিয়ে থাকে', কোহলির দরাজ প্রশংসায় পূজারা

এবারের আইপিএলে ১৫ ম্যাচে ৮টি হাফসেঞ্চুরি-সহ ৬৫৭ রান করেছেন বিরাট।
Published By: Prasenjit DuttaPosted: 02:56 PM Jun 05, 2025Updated: 03:27 PM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ১৮ বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। আর চলতি মরশুমে বিরাট ফর্মে ছিলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। অনেকেই কোহলির স্ট্রাইক রেট নিয়ে মাঝেমাঝেই সমালোচনায় সরব হন। তবে এবার তাঁদের মুখ বন্ধ করতে বলেছেন চেতেশ্বর পূজারা।

Advertisement

এবারের আইপিএলে ১৫ ম্যাচে ৮টি হাফসেঞ্চুরি-সহ ৬৫৭ রান করেছেন কোহলি। স্ট্রাইক রেট ১৪৪.৭১। গত কয়েক মরশুমে স্ট্রাইক রেট নিয়ে সমালোচিত কোহলি এবার সমালোচকদের জবাব দিয়েছেন। এই পরিস্থিতিতে পূজারা জানিয়েছেন, কোহলি নতুন চ্যালেঞ্জের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছেন।

পূজারা বলেন, "এটা সহজ নয়। বিরাট দুর্দান্ত ফিট একজন ক্রিকেটার। ও সব সময় নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত থাকে। ভিন্ন কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে ও সব সময় নিজেকে তৈরি রাখে। অতীতে যাঁরা কোহলির সমালোচনা করেছে, আজ তাঁদেরই জবাব দিয়েছে ও। এখন ও ১৪০-১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করছে। কোহলি এখন ব্যাটার হিসেবেও বিকশিত।"

তিনি মনে করেন, কোহলির শেখার ইচ্ছাই দেখিয়ে দেয় তিনি কতটা বড় ক্রিকেটার। তাঁর কথায়, "অনেক পরিশ্রমের পরেই এটা মানিয়ে নেওয়া যায়। কোহলির বয়স ৩৬। দীর্ঘদিন ধরে খেলছে। কিন্তু এখনও নতুন কিছু শেখার জন্য মুখিয়ে থাকে। এর থেকেই বোঝা যায়, ও কত বড় ক্রিকেটার।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি।
  • অনেকেই কোহলির স্ট্রাইক রেট নিয়ে মাঝেমাঝেই সমালোচনায় সরব হন।
  • তবে এবার তাঁদের মুখ বন্ধ করতে বলেছেন চেতেশ্বর পুজারা।
Advertisement