সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আর টেস্ট নয়। কোনও বিজ্ঞাপনও নয়। আইপিএলের মঞ্চেই গাভাসকরের মুখে শোনা গেল 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড'। এবারও কি নিশানায় অফ ফর্মের ঋষভ পন্থ? তা পুরোপুরি নয় ঠিকই, তবে এবার লখনউ ম্যাচের আগেই গাভাসকরের মুখে ফের ভাইরাল মন্তব্য।
লখনউ দলের সার্বিক পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। এমনিতেই চোট-আঘাতে তাদের বোলিং আক্রমণ অর্ধেক। সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাটিংও সঙ্গ দিল না। সহজেই সেই রান তুলে নেয় শ্রেয়স আইয়ারের দল। ঠিক সেটাই যেন অনুমান করেছিলেন গাভাসকর।
ম্যাচের আগে তাঁকে জিজ্ঞেস করা হয়, লখনউয়ের আগ্রাসী ব্যাটিং করা উচিত কি না? উত্তরে তিনি বলেন, "এই প্রশ্নটা একটু তাড়াতাড়ি করে ফেলেছ। পন্থের সঙ্গে আমি খুব বেশি সময় কাটাইনি। তেমন হলে আমি ওকে জিজ্ঞেস করতাম, তোমরা এরকম আগ্রাসী খেলছ কেন? হয়তো আমাকে ও বলত, প্রশ্নটাই স্টুপিড, স্টুপিড, স্টুপিড।"
তারপর তিনি বলেন, "নিকোলাস পুরান ও মিচেল মার্শ এমনিতেই আগ্রাসী। ওদের ব্যাটিং দেখতে ভালো লাগে। তারপর ঋষভ পন্থ আসবে। ফলে ওদের ব্যাটিং শক্তিশালী। কিন্তু বোলিং সেই তুলনায় দুর্বল। ফলে স্কোরবোর্ডে বেশি রান তুলতে চাইবে। যাতে তাদের বোলাররা কিছুটা রেহাই পায়।" পাঞ্জাবের বিরুদ্ধে অবশ্য কোনওটাই হয়নি। আগ্রাসী ব্যাটিং তো করতে পারেইনি লখনউ। বরং ১৭১ রানে তাদের ইনিংস শেষ হয়ে যায়। ২৭ কোটির পন্থ আউট হন ৫ বলে ২ রানে। জবাবে ৮ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় লখনউ।