সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ব্যাটিং পজিশন নিয়ে কি ক্ষুব্ধ লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক? মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস ম্যাচে ঋষভ পন্থ আউট হওয়ার পর যা ঘটল, তাতে অন্তত তেমনই মনে হচ্ছে। আউট হয়ে হতাশা গোপন করেননি পন্থ। ডাগআউটে ফিরে তাঁকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সেখানে ছিলেন মেন্টর জাহির খান-সহ দলের অনেকেই। কেবল তাই নয়, ব্যাটিংয়ে নামার আগে জাহির এবং পন্থ যখন ডাগআউটে বসে, তখনও বারবার উত্তেজিত মনে হচ্ছিল দিল্লি অধিনায়কে। অনেকের মতে কেবল জাহির খান নয়, গোটা টিম ম্যানেজমেন্টের উপর 'বিরক্ত' লখনউ অধিনায়ক। অনিল কুম্বলে এবং জাহির খান এই মতামতকে সিলমোহর দিয়েছেন।
মঙ্গলবার নিজের প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৯ ওভারে সাত নম্বরে ব্যাটিংয়ে আসেন পন্থ। মাত্র দু'বল খেলে মুকেশ কুমারের বলে কোনও রান না করেই বোল্ড হন লখনউ অধিনায়ক। এত পরে পন্থ কেন নামলেন, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। আউট হয়ে কেনই বা দিল্লি অধিনায়ক এমন প্রতিক্রিয়াশীল হলেন, তা নিয়েও চলছে আলোচনা। যদিও এমন পরিস্থিতিকে আরও শান্তভাবে সামলানো উচিত ছিল পন্থের, মনে করছেন অনিল কুম্বলে। অন্যদিকে সুরেশ রায়নার মতে, লখনউ টিম ম্যানেজমেন্টের উপর ক্ষোভ উগরে দিয়েছেন পন্থ।
সম্প্রচারকারী চ্যানেলকে কুম্বলে বলেন, "এভাবে ওর রাগ প্রকাশ করা উচিত হয়নি। যদি মনে করো দেরিতে এসে কম চাপে স্বাধীনভাবে ব্যাট করতে পারবে, তাহলে ঠিক আছে। কিন্তু পন্থ যেভাবে হতাশা প্রকাশ করেছে, তাতে স্পষ্ট যে ওর সঙ্গে অন্যায় করা হয়েছে। পন্থ হয়তো আগে ব্যাট করতে চেয়েছিল। তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কার? দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারের নাকি মেন্টর জাহির খানের? কিন্তু ও তো অধিনায়ক। তাই ওকে ইতিবাচকভাবে বিষয়গুলো সামলাতে হবে। রাগটা নিজের পারফরম্যান্সে ফুটিয়ে তুলতে হবে।"
অন্যদিকে রায়না বলেন, "২০ ওভার বাকি আছে। তোমাকে উইকেট বাঁচিয়ে রাখার পাশাপাশি দলকে নেতৃত্ব দিতে হবে। জেতাতে হবে। জাহিরের সঙ্গে বোধহয় সে ব্যাপারেই আলোচনা করতে চেয়েছে পন্থ। 'আমাকে আগে নামাতে বলেছিলাম' - পন্থ হয়তো জাহিরকে এ কথাই বলছিল।" উল্লেখ্য, পন্থের আগে আবদুল সামাদ, ডেভিড মিলার, আয়ুশ বাদোনিকে পাঠানো হয়। হয়তো এই সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি তিনি। তবে অনেকে এও মনে করছেন, পন্থ যখন অধিনায়ক তখন তো ব্যাটিং পজিশন ঠিক করার অধিকার তাঁরও রয়েছে। সেক্ষেত্রে কি দলের হয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি 'স্বাধীন' নন তিনি? উল্লেখ্য, দিল্লির কাছে ৮ উইকেটে পরাস্ত হয়েছে লখনউ।
