shono
Advertisement
Virat Kohli

এক ইনিংসে বহু রেকর্ড, 'বিরাট' নজির গড়ে বাবরকে পিছনে ফেললেন কোহলি

আরসিবি'র হয়ে চলতি মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।
Published By: Prasenjit DuttaPosted: 03:00 PM Apr 25, 2025Updated: 03:00 PM Apr 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টাদশ আইপিএলে দুর্দান্ত ফর্মে বিরাট কোহলি। রাজস্থান রয়্যালস ম্যাচে তাঁর ব্যাটের সম্বল ৪২ বলে ৭০। স্ট্রাইক রেট ১৬৬.৬৭। এমন ইনিংসের পর ম্যাচ জয় তো বটেই, অনেকগুলি রেকর্ডও গড়েছেন 'কিং'।

Advertisement

আইপিএলে নির্দিষ্ট কোনও মাঠে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির রেকর্ড এখন বিরাটের নামে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনি ২৬তম অর্ধশতক হাঁকিয়েছেন। আর তাতেই তিনি পিছনে ফেলেছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে তাঁর নামের পাশে ২৫টি অর্ধশতক। নিজের এই রেকর্ড নিয়ে বিরাট বলেন, "ক্রিকেটের জন্য সেরা জায়গা চিন্নাস্বামী। এখানকার সমর্থকরা অসাধারণ। তাঁদের সমর্থন অনুপ্রেরণা। ভালো সময় হোক কিংবা খারাপ সময়, তাঁরা সবসময় পাশে থেকেছেন। এই মাঠ ঘিরে নানান স্মৃতি রয়েছে।"

চিন্নাস্বামী স্টেডিয়ামে টি-টোয়েন্টি কেরিয়ারে ৩,৫০০ রানের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন বিরাট। ১০৫ ইনিংসে তাঁর এই অনন্য নজির। উল্লেখ্য, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট কোনও মাঠে টি-টোয়েন্টিতে সাড়ে তিন হাজার রানের মালিক হলেন কোহলি। এর পাশাপাশি গতকাল তিনি বাবর আজমের রেকর্ডও ভেঙেছেন। কী সেই রেকর্ড? টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৬২তম হাফসেঞ্চুরি করলেন তিনি। এতদিন বাবরের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন কোহলি। এবার সেই সংখ্যাকে টপকে গেলেন তিনি।

আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে পঞ্চাশের বেশি রান করা ইনিংসের নিরিখে তিনি টপকে গিয়েছেন ক্রিস গেইল (১১০)-কে। ১০২টি হাফসেঞ্চুরি এবং ন'টি সেঞ্চুরি-সহ ১১১টি ৫০+ রান। তাঁর উপরে এখন কেবল ডেভিড ওয়ার্নার (১১৭)। প্রসঙ্গত, চলতি আইপিএলে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ৩৭৬। কমলা টুপির লড়াইয়ে এখন তৃতীয় স্থানে তিনি। আরসিবি'র হয়ে চলতি মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অষ্টাদশ আইপিএলে দুর্দান্ত ফর্মে বিরাট কোহলি।
  • রাজস্থান রয়্যালস ম্যাচে তাঁর ব্যাটের সম্বল ৪২ বলে ৭০।
  • এমন ইনিংসের পর ম্যাচ জয় তো বটেই, অনেকগুলি রেকর্ডও গড়েছেন 'কিং'।
Advertisement