আইপিএলের মেগা নিলামে (IPL Auction 2025) বাকি হাতে গোনা কয়েকটা দিন। সেরা দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। জল্পনা রয়েছে ক্রিকেট মহলেও। মেগা নিলামে কী হতে চলেছে কোন দলের স্ট্র্যাটেজি, বিশ্লেষণে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আজ নজরে গুজরাট টাইটান্স।
আইপিএলে যে দুই ফ্র্যাঞ্চাইজি নবতম সংযোজন সেগুলির মধ্যে একটি গুজরাট টাইটান্স। ইতিমধ্যেই একবার তাঁরা টুর্নামেন্ট জিতেছে, একবার রানার্স-আপ হয়েছে। তবে হার্দিক পাণ্ডিয়া ছেড়ে যাওয়ার পর গত মরশুমে সেভাবে পারফর্ম করতে পারেন গুজরাট। এবার নতুন করে দল গড়ে ফের সাফল্যের সরণিতে ফিরতে চাইবে গুজরাট।
রিটেনশন তালিকা:
রশিদ খান (১৮ কোটি)
শুভমান গিল (১৬.৫ কোটি)
সাই সুদর্শন (৮.৫ কোটি)
রাহুল তেওয়াটিয়া (আনক্যাপড) (৪ কোটি)
শাহরুখ খান (আনক্যাপড) (৪)
পার্স:
গুজরাট টাইটান্সের হাতে মেগা অকশনের আগে ৬৯ কোটি টাকা পড়ে আছে।
আরটিএম:
গিলদের হাতে একটি আরটিএম আছে। সেটি ব্যবহার করা যাবে।
প্রয়োজন:
পাঁচ ক্রিকেটারকে রিটেন করায় গুজরাটের টিমের কোর সদস্যরা রয়ে গিয়েছেন। গুজরাটের মূলত একজন ওপেনার, জনা দুয়েক মিডল অর্ডার ব্যাটার, একজন ফিনিশার প্রয়োজন। সেই সঙ্গে গোটা পেস বিভাগ ঢেলে সাজাতে হবে গিলদের। রশিদ খান নেতৃত্বে গুজরাটের স্পিন বিভাগ যথেষ্ট শক্তিশালী। তবে রশিদের সঙ্গী হিসাবে কাউকে নিতে চাইবে গুজরাট।
লক্ষ্য কারা?
গিলের সঙ্গী হিসাবে একজন বাঁহাতি ওপেনার খুঁজতে পারে গুজরাট। সেক্ষেত্রে তাঁদের টার্গেট হতে পারেন কুইন্টন ডি'কক, ঈশান কিষানর, ডেভন কনওয়েরা। ডান হাতি উইকেটরক্ষক ব্যাটারও ওপেনার হিসাবে নিতে পারে গুজরাট। সেক্ষেত্রে তাঁরা ফিল সল্ট, রহমনুল্লা গুরবাজ, জিতেশ শর্মাদেরও টার্গেট করতে পারে। ওপেনারের পাশাপাশি চার ও পাঁচ নম্বরে ব্যাট করার মতো ব্যাটার চাইবে গুজরাট। কারণ শাহরুখ খান এবং তেওয়াটিয়ার মতো ৫ ও ৬ নম্বরের ব্যাটার তাঁদের হাতে রয়েছেন। ৩ বা চারে খেলার মতো এইডেন মার্করাম, মার্কাস স্টয়নিস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলারদের, রাচীন রবীন্দ্র, মইন আলিকে টার্গেট করতে পারে গুজরাট। ভারতীয়দের মধ্যে বিজয় শংকর, দীপক হুডা, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ারদেরও কেনার চেষ্টা করতে পারে জিটি। বোলিং বিভাগে জনাদুয়েক ভারতীয় পেসার গুজরাটের টার্গেট থাকবে। আশিস নেহেরা সেক্ষেত্রে বাঁহাতি পেসার হিসাবে টার্গেট করতে পারেন অর্শদীপ সিং, খলিল আহমেদদের। নিতান্তই তাঁদের না পাওয়া গেলে টি নটরাজনদের টার্গেট করতে পারে গুজরাট। অবশ্য বিদেশি বাঁহাতি পেসার হিসাবে স্টার্ক, বোল্ট, নান্দ্রে-বার্গার, স্পেন্সার জনসন, জশ লিটলদেরও কিনতে পারে গুজরাট। এর পাশাপাশি হাই প্রোফাইল ভারতীয় পেসারও কেনার চেষ্টা করবেন নেহেরা। সেক্ষেত্রে তাঁর পছন্দ হতে পারেন মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আবেশ খান বা প্রসিদ্ধ কৃষ্ণরা। রশিদের স্পিন সঙ্গী হিসাবে আফগানিস্তানেরই মুজিব উর রহমান, নূর আহমেদ বা আলি গাজানফারকে টার্গেট করা হতে পারে। এছাড়া দেশি স্পিনারদের মধ্যে শাহবাজ আহমেদ, সাই কিশোরকেও টার্গেট করতে পারে গুজরাট।