সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মল্লিকা সাগর। ক্রিকেটের সঙ্গে সে অর্থে যোগ না থাকলেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এই নামটি যথেষ্ট পরিচিত। কারণ গত দু'বছর ধরে আইপিএল নিলাম পরিচালনা করছেন মল্লিকাই। ২০২৪ সালে মেগা অকশনে বড়সড় ভুল করে ফেলেছিলেন তিনি। কিন্তু ২০২৫ মিনি অকশনেও তাঁর উপরেই ভরসা করে নিলাম পরিচালনার ভার দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
গতবছর নিলাম পরিচালনার সময়ে দু'বার ভুল হয় মল্লিকার। ইংরেজ তারকা জস বাটলারকে নিয়ে দর কষাকষির সময় গুজরাট শেষ দর হেঁকেছিল ১৫.৫০ কোটি। মল্লিকা লখনউকে জিজ্ঞেস করেন, তারা আর এগোতে চায় কিনা। সঞ্জীব গোয়েঙ্কার দল তখন হাল ছেড়ে দেয়। তার পর মল্লিকা ঘোষণা করেন, বাটলারকে ১৫.৭৫ টাকায় কিনল গুজরাট। কিন্তু হিসেব অনুযায়ী ১৫.৫০ কোটি টাকায় তাঁকে পাওয়া উচিত ছিল গুজরাটের। ফলে ২৫ লক্ষ টাকা খোয়াতে হয় তাদের।
আরও একটি ভুল হয় অভিনব মনোহরের নিলামের সময়। ভারতীয় ব্যাটারকে দলে নেওয়ার জন্য লড়াই চলছিল বেশ কয়েকটি দলের মধ্যে। শেষ পর্যন্ত ২.৮০ কোটি টাকা দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু আচমকাই মল্লিকা জানান, কেকেআর ৩ কোটি টাকা দর হেঁকেছে অভিনবের জন্য। যদিও নাইটরা প্রথম থেকেই বিডিংয়ে ছিল না। এই ভুল বোঝাবুঝির মধ্যে হায়দরাবাদ পালটা ৩.২০ কোটি টাকা দর হাঁকে। শেষ পর্যন্ত ওই টাকাতেই বিক্রি হন অভিনব। অর্থাৎ হায়দরাবাদকে ৪০ লক্ষ টাকা অকারণে অতিরিক্ত খরচ করতে হয়।
গতবছর নিলামের পর থেকে প্রশ্ন উঠেছিল মল্লিকার দক্ষতা নিয়ে। নেটদুনিয়াতেও সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এমনকি দিল্লি ক্যাপিটালসের কর্ণধার কিরণ গান্ধীও তোপ দাগতে ছাড়েননি। তবে প্রথম মহিলা হিসাবে আইপিএল নিলাম পরিচালনার নজির গড়া মল্লিকার উপর আস্থা হারায়নি আইপিএল কর্তৃপক্ষ। মঙ্গলবারও আবু ধাবিতে তিনি নিলাম পরিচালনা করবেন। উল্লেখ্য, মুম্বইয়ের মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্ট সংগঠনের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত। আর্ট ইন্ডিয়া কনসাল্ট্যান্টসে কর্মরত মল্লিকা।
