shono
Advertisement
IPL

আইপিএলের বাজারদর একলাফে বেড়ে ১৫৮০০০ কোটি টাকা! সবচেয়ে দামি কোন দল?

আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি'র ব্র্যান্ড ভ্যালু কত?
Published By: Arpan DasPosted: 02:37 PM Jul 08, 2025Updated: 04:25 PM Jul 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল। বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে। দর্শক সংখ্যা হোক বা ব্যবসায়িক মূল্য সবেতেই প্রতিবছর নতুন রেকর্ড গড়ে আইপিএল। যেমন ২০২৫-এ একলাফে ১২.৯ শতাংশ বাড়ল আইপিএলের বাজারদর। যার ফলে আইপিএলের বাজারদর দাঁড়াল ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৮০০০ কোটি টাকা।

Advertisement

একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী, শুধু আইপিএলের ব্র্যান্ড ভ্যালু গত বছরের তুলনায় বেড়েছে ১৩.৮ শতাংশ। যার পরিমাণ ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩০০০ কোটি টাকা। এর সঙ্গে যুক্ত করতে হবে আইপিএলের সঙ্গে যুক্ত বিভিন্ন স্পনসর। চারটি মূল স্পনসর গত বছরের থেকে ১৪৮৫ কোটি টাকা বেশি লাভ করেছে। যা প্রায় ২৫ শতাংশ বেশি। আর সব মিলিয়ে আইপিএলের বাজারদর ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৮০০০ কোটি টাকা। উল্লেখ্য, টাটা গ্রুপের সঙ্গে ২০২৮ পর্যন্ত আইপিএলের ২৫০০ কোটি টাকার চুক্তি রয়েছে।

এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোরও ব্যবসায়িক মূল্য অনেকটা বেড়েছে। যার মধ্যে সবার শীর্ষে রয়েছে গত মরশুমের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যাদের ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৩০০ কোটি টাকা। গত বছর তাদের ব্র্যান্ড ভ্যালু ছিল ২২৭ মিলিয়ন মার্কিন ডলার। মুম্বই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু ২০৪ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ২৪২ মিলিয়ন মার্কিন ডলার। চেন্নাই সুপার কিংস রয়েছে তৃতীয় স্থানে। তাদের ব্র্যান্ড ভ্যালু ২৩৫ মিলিয়ন। তবে পাঞ্জাব কিংসের ব্র্যান্ড ভ্যালু এবছর এক লাফে ৩৯.৬ শতাংশ বেড়েছে।

এবারের আইপিএল থেকে বোর্ডের রোজগার হয়েছে ২২,৫৬৩ কোটি টাকা। মাঝে এক সপ্তাহ আইপিএল বন্ধ না থাকলে এই পরিমাণ আরও বাড়ত। দর্শকসংখ্যার নিরিখেও গোটা বিশ্বে রেকর্ড গড়েছে ২০২৫ আইপিএল ফাইনাল। জিও হটস্টারের তরফে জানানো হয়েছিল, ৩১.৭ বিলিয়ন মিনিট দেখা হয়েছে এবারের আইপিএলের ফাইনাল ম্যাচ। অর্থাৎ ৩ হাজার ১৭০ কোটি মিনিট ধরে আইপিএল ফাইনালে বুঁদ হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল। বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে।
  • দর্শক সংখ্যা হোক বা ব্যবসায়িক মূল্য সবেতেই প্রতিবছর নতুন রেকর্ড গড়ে আইপিএল।
  • যেমন ২০২৫-র পর একলাফে ১২.৯ শতাংশ বাড়ল আইপিএলের বাজারদর।
Advertisement