প্রসূন বিশ্বাস: গ্রেগ স্টুয়ার্ট কি খেলবেন? তাঁর চোটের কী অবস্থা? ওড়িশা যুদ্ধের আগে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল মোহনবাগানের সমর্থকদের মধ্যে। শেষ পর্যন্ত অবশ্য উত্তরটা নেতিবাচকই। ভুবনেশ্বরে ওড়িশা এফসি-র বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামবেন না স্টুয়ার্ট। অন্যদিকে মোহনবাগান কোচ মোলিনাকে ভাবাচ্ছে দুই প্রাক্তনী, রয় কৃষ্ণ ও হুগো বুমো।
গত কয়েক ম্যাচে অক্লান্ত পরিশ্রম করেছেন স্টুয়ার্ট। গোল করেছেন, গোল করিয়েছেন। শুক্রবার তাঁকে নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন মোলিনা। তিনি বলেছিলেন, “গ্রেগ এই সপ্তাহে অনুশীলন করেনি। সামান্য চোট আছে। কালই আমরা ঠিক করব গ্রেগ খেলবে কিনা। তবে ও না খেললেও কোনও সমস্যা নেই। আমাদের হাতে প্রচুর ভালো প্লেয়ার আছে। দিমি, সাহালরাও হয়তো সেই কাজটা করে দিতে পারবে।”
সেটাই করতে হবে মোহনবাগানের কোচকে। আসলে স্টুয়ার্টকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চান না তিনি। সামনে আরও কঠিন ম্যাচ আসবে। তার জন্য স্টুয়ার্ট যেন চোটমুক্ত থাকে সেটাই লক্ষ্য। দেশেও ফিরে যাবেন তিনি। যদিও শুধু স্টুয়ার্ট নয়, সব বিদেশিই ছুটিতে যাবেন। ওড়িশা ম্যাচের ১৩ দিন পর, অর্থাৎ ২৩ নভেম্বর জামশেদপুরের বিরুদ্ধে নামবে মোহনবাগান। তাই সবাইকেই কিছুদিনের ছুটি দিচ্ছেন মোলিনা।
তবে আপাতত সমস্ত নজর ওড়িশা ম্যাচেই। যেখানে মুখোমুখি হতে হবে সবুজ-মেরুনের দুই প্রাক্তনীর। স্বাভাবিকভাবেই রয় কৃষ্ণ ও হুগো বুমো চিন্তা বাড়াবে মোলিনার। সেই প্রসঙ্গে তিনি বলছেন, "প্রাক্তন দলের বিরুদ্ধে খেললে যে কোনও ফুটবলারই অতিরিক্ত তাগিদ নিয়ে খেলে। যাতে আরও ভালো খেলা দেখাতে পারে। রয় ও বুমো ভালো ফুটবলার। তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হওয়ার জন্য ওরা বাড়তি উজ্জীবিত হয়ে খেলবে কিনা, সেটা জানি না। তবে এটুকু বলতে পারি, ভালো ফুটবল খেলার জন্য ওদের জায়গা দেব না আমরা।”