সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমে পড়বে টিম ইন্ডিয়া। তার আগে প্রস্তুতিতে কোনওরকম ঢিলেমি দেয়নি ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলি লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রায় তরুণ একটা দল নিয়ে ইংল্যান্ড গিয়েছে টিম ইন্ডিয়া। সেই রোহিত-বিরাট না থাকায় মনখারাপ কেএল রাহুলের। প্রথম টেস্ট শুরুর আগে তিনি জানান, ড্রেসিংরুমে রো-কো ছাড়া অদ্ভুত লাগছে তাঁর।
রাহুল বলেন, "গত এক দশক ধরে বিরাট এবং রোহিত ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। ওদের অভাব সত্যিই অনুভব করব। এই প্রথমবার আমি ওদের দু'জনকে ছাড়া মাঠে নামব। কারণ এখন পর্যন্ত আমি ৫০টা টেস্ট খেলেছি। তার প্রত্যেকটায় বিরাট, রোহিত ছিল। তাই ড্রেসিংরুমে ঢুকতেই অদ্ভুত লাগছে। তবে ওদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।"
তাঁর সংযোজন, "বিরাট, রোহিত দেশকে অনেককিছু দিয়েছে। ওরা চিরকাল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হয়ে থাকবে। কিন্তু এখন, আমাদেরও এগিয়ে আসার সময় এসেছে।"
২০২১-২২ সফরে রোহিত শর্মা ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী। চার টেস্টে করেছিলেন ৩৬৮ রান। রাহুলও ওই সিরিজে ৩১৫ রান করেছিলেন। ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। উল্লেখ্য, রাহুলকে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে, প্রস্তুতি ম্যাচে রাহুলকে ওপেনিংয়ে নামতে দেখা গিয়েছিল। সেই কারণে অনেকেই মনে করছেন, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নামতে দেখা যাবে রাহুলকেই।
