সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন ইটালির। ফুটবলের মঞ্চে যাদের দাপট, যারা চারবারের বিশ্বজয়ী, সেই দেশের ক্রিকেটাররা এবার বিশ্বকাপ খেলতে আসবেন ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হারলেও ২০২৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ইটালিকে।
তবে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পথটা নেহাৎ সহজ ছিল না। শেষ ম্যাচে তাদের সামনে ছিল নেদারল্যান্ড। অন্যদিকে মুখোমুখি হয়েছিল জার্সি ও স্কটল্যান্ড। এই ম্যাচের আগে নেদারল্যান্ডসের পয়েন্ট ছিল ৪, ইটালির ৫, জার্সির ৩। ফলে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার জন্য নেদারল্যান্ডসকে জিততেই হত। কিন্তু জার্সির কাজটা ছিল কঠিন। শুধু নিজেদের ম্যাচ বড় ব্যবধানে জেতা নয়। তাকিয়ে থাকতে হত নেদারল্যান্ডস ও ইটালি ম্যাচের দিকেও। জার্সির জন্য অঙ্ক ছিল, যদি নেদারল্যান্ডস ১৫ ওভারের মধ্যে ম্যাচ জেতে, তাহলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। নয়তো ভারতে আসার টিকিট পাবে ইটালি।
ঠিক সেটাই হল। প্রথমে ব্যাট করে ইটালি ২০ ওভারে তোলে ১৩৪ রান। কিন্তু ১৫ ওভারে নেদারল্যান্ডসের রান ছিল ১২৫। শেষ পর্যন্ত ৯ উইকেটে জিতে তারাও টি-টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্র জোগাড় করে। তাদের নেট রানরেট +১.২৮১। অন্যদিকে ইটালি যোগ্যতা অর্জন করল +০.৬১২। সমসংখ্যক পয়েন্ট নিয়ে জার্সির নেট রানরেট +০.৩০৬।
