shono
Advertisement
Kapil Dev

গুলি করতে চেয়েছিলেন যুবরাজের বাবা! 'কে যোগরাজ?', পাত্তাই দিলেন না কপিল

সম্প্রতি যুবরাজের বাবা যোগরাজ সিং দাবি করেন পিস্তল নিয়ে কপিল দেবের বাড়ি চলে গিয়েছিলেন।
Published By: Arpan DasPosted: 01:10 PM Jan 14, 2025Updated: 02:00 PM Jan 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নাকি পিস্তল নিয়ে চলে গিয়েছিলেন কপিল দেবের বাড়ি। উদ্দেশ্য ছিল, ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে গুলি করা। অন্তত সম্প্রতি এমনটাই দাবি করেছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। এবার তার উত্তরও দিলেন কপিল। কী বললেন তিনি?

Advertisement

সম্প্রতি একটি পডকাস্টে বিভিন্ন বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুবির বাবা। সেখানে তিনি কপিল দেবকে 'শিক্ষা' দিতে চাওয়ার একটি কথা তুলে ধরেছেন। যোগরাজের বক্তব্য, দল থেকে বাদ দিয়ে দেওয়ায় তিনি সটান চলে গিয়েছিলেন কপিলের বাড়িতে। সঙ্গে ছিল পিস্তল। সেখানে নাকি যোগরাজ বলেছিলেন, "আমি গুলি করে তোমার খুলি উড়িয়ে দিতে পারি।" সেটা করেননি কারণ, কপিল তাঁর মাকে নিয়ে এসেছিলেন।

এবার সেই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন কপিল। আর তাঁর উত্তর, "কে যোগরাজ সিং?" ঠিক এই কথাটাই বলেছেন ১৯৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক। সাংবাদিকরা তাঁকে যোগরাজ সিংয়ের বক্তব্য বলায় প্রথমে কিছুটা অবাকই হন। পরে প্রশ্ন করেন, "কার কথা হচ্ছে? কে যোগরাজ সিং?" সাংবাদিকরা তাঁকে মনে করিয়ে দেন, যোগরাজ সিং যুবরাজের বাবা। নাম শুনে হেসে ফেলেন কপিল। তারপর বলেন, "আর কিছু?" ব্যস, এটুকুতেই যেন নিজের উত্তর দিয়ে দিলেন কপিল দেব।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক বিষয়ে বেফাঁস মন্তব্য করেছেন যোগরাজ। ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, "মহিলাদের হাতে ক্ষমতা দিলে সব ধ্বংস হয়ে যাবে।" আবার শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকরকে নিয়েও মুখ খুলেছেন তিনি। এক সময় যোগরাজের কাছে অনুশীলন করতেন অর্জুন। কিন্তু যোগরাজের ধারণা, অর্জুন সফল হলে যদি সবাই তাঁর নাম করেন, তাই শচীনপুত্রকে সরিয়ে দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি নাকি পিস্তল নিয়ে চলে গিয়েছিলেন কপিল দেবের বাড়ি। উদ্দেশ্য ছিল, ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে গুলি করা।
  • অন্তত সম্প্রতি এমনটাই দাবি করেছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। এবার তার উত্তরও দিলেন কপিল।
  • সম্প্রতি একটি পডকাস্টে বিভিন্ন বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুবির বাবা।
Advertisement