সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআরের (Kolkata Knight Riders) বাদশাহ এখন তিনিই। মেহেতা গ্রুপের থেকে নাইট রাইডার্স সাম্রাজ্যের ৩৫ শতাংশ শেয়ার কিনছেন বলিউড বাদশাহ। দিন কয়েক আগে থেকেই জল্পনা চলছিল, কেকেআরে নিজের শেয়ার বেচতে চাইছেন জয় মেহেতা। সেক্ষেত্রে মরশুম শুরুর আগেই নাইট শিবিরে যুক্ত হতে পারেন নতুন কোনও মালিক। কিন্তু সেসব জল্পনায় ইতি টেনে শাহরুখ সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নিজেই মেহেতা গ্রুপের থেকে অতিরিক্ত শেয়ার কিনে নেবেন। ওই কেনাবেচার প্রক্রিয়া সম্পন্ন হলে নাইট রাইডার্সের ৯০ শতাংশ শেয়ারই চলে আসবে এসআরকে'র হাতে।
কেকেআরের মালিকানা এই মুহূর্তে মূলত রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এবং জুহি চাওলা-জয় মেহেতার মেহেতা গ্রুপের হাতে। এর মধ্যে ৫৫ শতাংশ শেয়ার নিয়ে দলের মূল মালিকানা রয়েছে কিং খানের সংস্থার হাতে। জুহি চাওলা-জয় মেহতার হাতে রয়েছে ৪৫ শতাংশ শেয়ার। জানা গিয়েছে, তাঁরা নিজেদের শেয়ারের সিংভাগ বিক্রি করতে চাইছেন। আসলে যে সময় ওই দুই সংস্থা যৌথভাবে নাইটদের মালিকানা পায়, সেসময়ের তুলনায় নাইটদের বর্তমান বাজারমূল্য অনেক বেশি। তাই মেহেতা গ্রুপ মূলধন বাড়াতে নিজেদের শেয়ারের বেশিরভাগটা বিক্রি করতে চায়।
তবে তৃতীয় কোনও সংস্থা নয়, ওই শেয়ার কিনছেন খোদ শাহরুখ খানই। নাইট ঘনিষ্ঠ সূত্র তেমনটাই বলছে। জানা গিয়েছে, মেহেতা গ্রুপের অধীনে থাকা ৪৫ শতাংশ শেয়ার মধ্যে ৩৫ শতাংশই কিনে নিচ্ছেন শাহরুখ। যার ফলে তাঁর হাতে মোট ৯০ শতাংশ শেয়ার চলে আসবে। যার বাজারমুল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। বে মেহেতারা পুরোপুরি নাইটদের মালিকানা ছাড়ছে না। জুহি চাওলার হাতে থাকা ১০ শতাংশ শেয়ার তিনি রেখে দিচ্ছেন। যদিও সেটা শাহরুখের তুলনায় নগণ্য। যার অর্থ, এবার কেকেআরে কার্যত নিরঙ্কুশ হয়ে যাবেন এসআরকে।
আইপিএলের অন্যতম সফল দল কেকেআর। তিনবারের চ্যাম্পিয়ন, চারবারের ফাইনালিস্ট। তাছাড়া শাহরুখ খান এবং কলকাতার নাম যুক্ত থাকার জন্য আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে কেকেআরের। ভারতের বাইরে আরও তিন দেশের তিন ফ্র্যাঞ্চাইজিও এই সাম্রাজ্যে যুক্ত। রয়েছে ১০ হাজার দর্শকাসন যুক্ত একটি ক্রিকেট অ্যাকাডেমি। সেই সাম্রাজ্যে এবার শুধুই চলবে বাদশাহী রাজ।
