স্টাফ রিপোর্টার: বিরাট কোহলি আর রোহিত শর্মা (Rohit Sharma and Virat Kohli) যে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ যে খেলবেন, তা অনেকটা স্পষ্ট। তবে একটা বিষয় আরও বেশি স্পষ্ট, ওই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি সরে দাঁড়াবেন দুই নক্ষত্র। টেস্ট আর টি-টোয়েন্টি আগেই ছেড়ে দেওয়া 'রো-কো' এখন শুধু ওয়ান ডে ফরম্যাটেই খেলেন ভারতের জার্সিতে। তবে তার মেয়াদও বড়জোর আর দেড়-দু'বছর।
তারপর কী হবে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ?
রবিচন্দ্রন অশ্বিন কিন্তু সন্দিহান তা নিয়ে। ভারতের প্রাক্তন তারকার মতে, আইসিসি এত বেশি বিশ্বকাপ আয়োজন করছে যে মরতে বসেছে। ওয়ানডে ক্রিকেটটাই। আর সেই কাজে অনুঘটকের কাজ করবে 'রো-কো'র সরে যাওয়া। এক্ষেত্রে চলতি বিজয় হাজারে ট্রফির কথা উল্লেখ করেছেন অশ্বিন। দীর্ঘদিন পর বোর্ডের ওয়ানডে টুর্নামেন্টে নেমেছিলেন দুই নক্ষত্র। যা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছিল প্রতিযোগিতা নিয়ে জনমানসে আলোচনা। অশ্বিন বলছিলেন, "আইসিসি অর্থের জন্য প্রতিবছর একটা বিশ্বকাপ করে। তবে ২০২৭ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট বলে কিছু থাকবে কি না জানি না। এটা চিন্তার বিষয়। আমি বিজয় হাজারে ট্রফি দেখছি ঠিকই। তবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি দেখার মতো উত্তজেনা টের পাচ্ছি না। ফলে নিয়মিত দেখাটাও কঠিন হচ্ছে কখনও কখনও। সঙ্গে বুঝতে হবে মানুষের পছন্দের বিষয়টি। কারণ টেস্ট ক্রিকেটের এখনও নির্দিষ্ট দর্শক আছে। কিন্তু ওয়ানডে ফরম্যাটের ক্ষেত্রে সেটা বলার উপায় নেই।"
এই প্রসঙ্গেই রোহিত-বিরাটের বিজয় হাজারে ট্রফি খেলার প্রসঙ্গ টেনেছেন অশ্বিন। প্রাক্তন স্পিনারের কথায়, "ওরা যখন বিজয় হাজারে ট্রফি খেলতে নামল, সবাই খোঁজ রাখছিল। এটা ঠিক যে ব্যক্তি কখনই খেলার থেকে বড় নয়। তবে কখনও কখনও ওদের মতো প্লেয়ারদের মাধ্যমে খেলা ফের প্রাসঙ্গিক হয়। যেমন বিজয় হাজারের মতো ঘরোয়া প্রতিযোগিতাকে মানুষের আগ্রহের কেন্দ্র করে তুলেছিল বিরাট-রোহিতের উপস্থিতি। ফলে, ওরা অবসর নেওয়ার পর ওয়ানডে ফরম্যাটের অবস্থা কী হবে?" 'রো-কো'র পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়ারের না থাকা ওয়ান ডে ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন অশ্বিন। "একটা সময় এমএসের মতো প্লেয়ার এই ফরম্যাটকে অসাধারণের পর্যায়ে তুলে ধরেছিল। ও ১০-১৫ ওভার সিঙ্গল নিয়ে খেলত। তারপর শেষদিকে চালাত। কিন্তু এখন আর ওর মতো প্লেয়ার নেই। আর তাঁদের প্রয়োজনীয়তাও নেই কারণ দু'টো নতুন বল এবং সার্কেলের মধ্যে পাঁচ ফিল্ডার দাঁড় করানোর মতো নিয়ম আছে", আক্ষেপ অশ্বিনের।
এই পরিস্থিতিতে আইসিসি-কে অশ্বিনের বার্তা, চার বছরে একবার ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপ আয়োজক করা হোক। আর বাকি সময়টা বিভিন্ন টি-টোয়েন্টি লিগ চলুক। ঠিক যেভাবে ফুটবলে প্রিমিয়ার লিগ, লা লিগা, মেজর লিগ সকার, সৌদি প্রো লিগ চলে সারা বছর আর বিশ্বকাপ হয় চার বছরে একবার। তাতেই ফের দাম বাড়বে ওয়ান ডে ফরম্যাটের, মনে করছেন তিনি।
