shono
Advertisement
Shahid Afridi

দুবাইয়ে আফ্রিদিকে হাততালি দিয়ে স্বাগত জানালেন প্রবাসী ভারতীয়রা, রেগে আগুন নেটপাড়া

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অনুষ্ঠানের ভিডিও।
Published By: Sulaya SinghaPosted: 10:05 AM May 31, 2025Updated: 10:05 AM May 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং ভারতীয় সেনাকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছে প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি। যার জেরে ভারতীয়দের রোষানলে পড়েন প্রাক্তন অধিনায়ক। আর এহেন ভারত-পাকিস্তান সংঘাত আবহে দুবাইয়ে বসবাসকারী কেরলের মানুষরা ধুমধাম করে স্বাগত জানালেন সেই আফ্রিদিকেই। যে ঘটনাকে ঘিরে রীতিমতো নিন্দার ঝড় বইতে শুরু করেছে। ভারতীয় হয়েও কেন 'ভারতবিরোধী' বুমবুমকে এভাবে আপ্যায়ন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে সোশাল মিডিয়ায়।

Advertisement

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানকার কেরলের সংগঠন। সেই মঞ্চেই হাততালি দিয়ে আফ্রিদিকে স্বাগত জানানো হয়। আফ্রিদির মুখেও শোনা যায় কেরল এবং সেখানকার খাবারের প্রশংসা। এখানেই শেষ নয়, পাক তারকার প্রতি নিজেদের ভালোবাসা ব্যক্ত করতেও কার্পণ্য করেননি উপস্থিত প্রবাসী ভারতীয়রা। আফ্রিদির ডাক নাম 'বুমবুম' শব্দে ভরে ওঠে অনুষ্ঠান হল। যা দারুণ উপভোগ করেন আফ্রিদিও। আর এই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক চরমে পৌঁছেছে। কেরলের সংগঠনকে একহাত নিয়েছে নেটিজেনদের একাংশ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল গহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। যাতে প্রাণ হারিয়েছিলেন নিরীহ ২৬ জন। এরপরই অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান পালটা আক্রমণ শুরু করলে প্রত্যাঘাত করে ভারতও। এহেন সংঘাত আবহে আফ্রিদির মন্তব্যে আগুনে ঘি পড়ে। তিনি বলেছিলেন, নাগরিকদের সুরক্ষা দেওয়ার যোগ্যতা নেই ভারতীয় সেনার। সেই মন্তব্যের পরই আফ্রিদির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ভারতীয়রা। অথচ সেই তারকাকেই দুবাইয়ে কেরলের লোকেরা হাসিমুখে স্বাগত জানাচ্ছেন দেখে, ক্ষুব্ধ অনেকেই। নেটিজেনরা এই ঘটনাকে লজ্জাজনক বলেই দাবি করেছেন। কেউ কেউ আবার লিখেছেন, ভারতের বাইরে বাস করে এরা ভুলে গিয়েছেন ভারতীয় হওয়ার অর্থ কী। কারও প্রশ্ন, 'আমাদের দেশ নিয়ে আফ্রিদি কী বলেছেন, সব কি ভুলে গেল এরা?' সবমিলিয়ে দুবাইয়ের অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত নেটদুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এহেন ভারত-পাকিস্তান সংঘাত আবহে দুবাইয়ে বসবাসকারী কেরলের মানুষেরা ধুমধাম করে স্বাগত জানালেন সেই আফ্রিদিকেই।
  • যে ঘটনাকে ঘিরে রীতিমতো নিন্দার ঝড় বইতে শুরু করেছে।
  • ভারতীয় হয়েও কেন 'ভারতবিরোধী' বুমবুমকে এভাবে আপ্যায়ন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে সোশাল মিডিয়ায়।
Advertisement