সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আইপিএলের কোয়ালিফায়ার থেকে চলতি আইপিএলের গ্রুপ পর্ব- সানরাইজার্স হায়দরাবাদকে বারবার পরাস্ত করেছে কেকেআর। বৃহস্পতিবার ইডেনে ৮০ রানে প্যাট কামিন্সের দলকে হারিয়ে আবার নতুন নজিরও গড়ে ফেলল নাইট বাহিনী। যে নজির আইপিএলের আর কোনও দলের নেই।

বৃহস্পতিবার নাইটদের আঁটসাট বোলিংয়ের সামনে কুঁকড়ে যায় ‘রানমেশিন’ সানরাইজার্স হায়দরাবাদ। বিরাট ব্যবধানে ম্যাচ জিতে আবার প্লে অফের দৌড়ে প্রবলভাবে ফিরে এসেছেন অজিঙ্ক রাহানেরা। প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য ধুঁকতে থাকে কেকেআর ইনিংস। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করে আউট হয়ে যান কুইন্টন ডি’কক। পরের ওভারে আউট সুনীল নারিন। ম্যাচের হাল ধরেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। পরে অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং- তিন নাইটের দাপটে ২০০ রানের পাহাড় গড়ে কেকেআর।
তারপরে বল হাতেও ম্যাজিক দেখান বরুণ চক্রবর্তীরা। ২২ রানে তিন উইকেট বরুণের। তিন উইকেট তুলে নেন ইমপ্যাক্ট প্লেয়ার বৈভব আরোরা। ম্যাচের আগে পয়েন্ট টেবিলে সকলের শেষে ছিলেন নাইটরা। কিন্তু ইডেনে ৮০ রানের বিরাট ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে কেকেআর। কেবল প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে ম্যাচ জেতাই নয়, আইপিএলের ইতিহাসে একেবারে নতুন নজির গড়লেন সোনালি-বেগুনি জার্সিধারীরা।
একমাত্র দল হিসাবে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ২০ বা তার বেশি ম্যাচ জয়ের নজির গড়েছে কেকেআর। বৃহস্পতিবারের ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের ২০তম জয়টি পেয়েছে। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০টি ম্যাচ জিতেছে। ২১টি ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েছে কেকেআর। আইপিএলের ইতিহাসে আর কোনও দল তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ২০টি ম্যাচ জিততে পারেননি।