shono
Advertisement
Mustafizur Rahman

বাংলাদেশে হিন্দুহত্যার আঁচ বাইশ গজে! বাদ মুস্তাফিজুর, কেকেআর'কে স্পষ্ট জানিয়ে দিল বিসিসিআই

কী জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া?
Published By: Arpan DasPosted: 11:07 AM Jan 03, 2026Updated: 02:18 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদ দিতেই হবে মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রেক্ষিতে ভারতে লাগাতার প্রতিবাদ হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের পেসারকে আইপিএলে খেলানো নিয়ে আপত্তি উঠেছিল ক্রীড়ামহলে। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থা এএনআই'কে জানিয়েছেন যে, বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। বদলে অন্য কোনও প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে।

Advertisement

ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল ভারত। ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদী দলগুলির। এই নিয়ে তীব্র বিতর্ক চলছে। এমনকী নাইট মালিক শাহরুখ খানকে 'দেশদ্রোহী', 'বেইমান' বলা হচ্ছে।

বিসিসিআইয়ের এক সূত্র প্রাথমিকভাবে জানিয়েছিল, বিষয়টা বোর্ডের হাতে নেই। কারণ বাংলাদেশিরা আইপিএলে খেলতে পারবে না, সে বিষয়ে সরকারের তরফ থেকে কোনও নির্দেশিকা আসেনি। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজুরই। এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বোর্ড। দেবজিৎ সইকিয়া স্পষ্ট বলেছেন, "সাম্প্রতিক পরিস্থিতিতে বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে যদি তারা কোনও বিকল্প প্লেয়ার চায়, তাহলে সেক্ষেত্রে বোর্ড সেটার অনুমতি দেবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাদ দিতেই হবে মুস্তাফিজুর রহমানকে।
  • সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল বিসিসিআই।
  • বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে।
Advertisement