সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না কেএল রাহুলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ হয়েছিলেন ভারতীয় ব্যাটার। তার পর বাদ পড়েছিলেন দুটি টেস্টে। তড়িঘড়ি তাঁকে পাঠানো হয় অস্ট্রেলিয়ায়। কিন্তু বর্ডার গাভাসকর ট্রফির আগে ভারত এ দলের ম্যাচে তিনি যেভাবে আউট হলেন, তা দেখে হতভম্ব ক্রিকেটভক্তরা। অফ ফর্মে আউট হওয়া একরকম, কিন্তু রাহুলের আউটের ভঙ্গিতে বিস্মিত সকলেই।
প্রথম ইনিংসে আউট হয়েছিলেন মাত্র ৪ রানে। আশা করা গিয়েছিল দ্বিতীয় ইনিংসে ফর্মে ফিরবেন। কিন্তু মাত্র ১০ রানে ফিরে গেলেন তিনি। অস্ট্রেলিয়া এ দলের রোচিসিওলির অফ স্পিনের মোকাবিলা করছিলেন রাহুল। আচমকাই বলটি ছেড়ে দেন ভারতীয় ব্যাটার। সেই বলটি রাহুলের দুপায়ের ফাঁকের মাঝখান দিয়ে গলে বাঁপায়ের পিছনের দিকে লাগে। তার পর সোজা স্ট্যাম্প ভেঙে দেয়। কেন যে রাহুল বলটি এভাবে ছেড়ে দিলেন, তা দেখে তাজ্জব হয়ে যাচ্ছেন ক্রিকেটভক্তরা। নেটদুনিয়ায় প্রশ্ন, 'রাহুলের কি বুদ্ধি লোপ পেয়েছে?' অনেকে আবার এটাকে বছরের সবচেয়ে 'অদ্ভুত' আউট বলছেন।
ফলে রাহুলকে নিয়ে চাপ বাড়ছে টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভরাডুবির পর রাহুল ও ধ্রুব জুরেলকে আগেই অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে দুই ইনিংস মিলিয়ে রাহুলের সংগ্রহ মাত্র ১৪ রান। তবে লড়ে যাচ্ছেন ধ্রুব। প্রথম ইনিংসে ৮০ রানের পর এই ইনিংসে অপরাজিত আছেন ১৯ রানে। ৫ উইকেট হারিয়ে ভারত এ-র রান ৭৩। এগিয়ে আছে মাত্র ১১ রানে। দুই ইনিংসেই ব্যর্থ বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। তাঁর সংগ্রহ ১৭ রান। এখনও দুদিন বাকি এই টেস্টের। বর্ডার গাভাসকর ট্রফির আগে ভারত এ দলের পরিসংখ্যানও চিন্তা বাড়াচ্ছে।