shono
Advertisement
KL Rahul

কোহলির দলেই ফিরতে চান 'ঘরের ছেলে' রাহুল, 'টোপ' অন্য দুই দলকেও

লখনউ সুপার জায়ান্টসে 'স্বাধীনতা' ও 'ভালো পরিবেশ' নেই। তাই দল ছেড়েছিলেন রাহুল।
Published By: Arpan DasPosted: 01:58 PM Nov 13, 2024Updated: 04:38 PM Nov 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে যে মহাতারকারা নিলাম টেবিলে, তাঁদের মধ্যে অন্যতম চর্চিত নাম কেএল রাহুল (KL Rahul)। লখনউ সুপার জায়ান্টস তাঁকে রিটেন করেনি। ইতিমধ্যেই সেই বিষয়ে মুখ খুলেছেন রাহুল। পরের গন্তব্য কোথায়? আরসিবি নাকি অন্য কোনও দল? সেই বিষয়ে জল্পনা উসকে দিলেন ভারতীয় তারকা।

Advertisement

গত আইপিএলে মাঠের মধ্যেই দেখা গিয়েছিল কেএল রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার বচসা। পরে শোনা যায় রাহুল নিজেই আর এলএসজি-তে থাকতে চাননি। আবার এলসিজি-র নতুন মেন্টরের রিপোর্টে ছিল ভারতীয় তারকার কম স্ট্রাইক রেটের কথাও। অন্যদিকে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত আরসিবির হয়ে আইপিএল খেলেছিলেন তিনি। তাছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাহুলের নিজের শহরের দল। সেই সম্ভাবনা নিজের মুখেই যেন উসকে দিলেন তিনি।

সম্প্রচারকালীন চ্যানেলের একটি সাক্ষাৎকারে রাহুল বলেন, "আরসিবিতে খেলা আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি। সেটা তো আমার বাড়ি। নিজের বাড়িতে অনেকটা সময় কাটানো যায়। চিন্নাস্বামী আমি খুব ভালোমতো চিনি। ওখানে খেলেই বড় হয়েছি। অবশ্যই আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরতে চাই। লোকে তো আমাকে কর্ণাটকের ঘরের ছেলে বলেই জানে। ওখানে ফেরার সুযোগ পেলে খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, নিলামে কী হবে কেউ বলতে পারে না। অন্য কোনও দলেও যেতে পারি।"

দিন দুয়েক আগেই রাহুলের বক্তব্য থেকে জানা যায়, তিনি লখনউ ছেড়েছেন 'একটু স্বাধীনতা' পাওয়ার জন্য। যেখানে তিনি 'চাপমুক্ত পরিবেশে' ক্রিকেট খেলতে পারবেন। আর এবার রাহুলের মুখে শোনা গেল, "আইপিএলে সবসময়ই খুব চাপ থাকে। কিন্তু গুজরাট আর চেন্নাইয়ের মতো দলের দিকে যদি তাকান, তাহলে দেখবেন ওরা হারুক বা জিতুক, দলে সবসময় একটা ভারসাম্য থাকে। ড্রেসিংরুমের পরিবেশও খুব শান্ত থাকে। একজন ক্রিকেটার হিসেবে ওটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মতে, এই পরিবেশ পেলে একজন নিজের সেরাটা দিতে পারে।" ফলে শুধু আরসিবি নয়, আরও দুটি দলের 'পরিবেশ'-এর প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে রাখলেন রাহুল। ফ্র্যাঞ্চাইজিগুলোও নিশ্চয়ই তাঁর বক্তব্য শুনছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে যে মহাতারকারা নিলাম টেবিলে, তাঁদের মধ্যে অন্যতম চর্চিত নাম কেএল রাহুল।
  • লখনউ সুপার জায়ান্টস তাঁকে রিটেন করেনি। ইতিমধ্যেই সেই বিষয়ে মুখ খুলেছেন রাহুল।
  • গত আইপিএলে মাঠের মধ্যেই দেখা গিয়েছিল কেএল রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার বচসা।
Advertisement