সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দেড় বছরে চারবার বদলেছে তাঁর ব্যাটিং পজিশন। তবু যেকোনও ভূমিকায় সমানে লড়ে যান তিনি। লিডসে সেঞ্চুরি হাঁকানোর পর সেই কে এল রাহুল বলছেন, নিজের ব্যাটিং পজিশনটাই ভুলতে বসেছেন তিনি। তবে দলের হয়ে দায়িত্ব নিতে এবং অবদান রাখতে পেরে তিনি বেশ খুশি। আগের ভুলগুলো শুধরে নিয়ে বড় রান করতে চান রাহুল।
ওপেনার হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন রাহুল। তবে গত দু'বছরে বারবার বদলে গিয়েছে তাঁর ব্যাটিং পজিশন। কখনও মিডল অর্ডার, কখনও লোয়ার মিডল, আবার কখনও ওপেনিংয়ে প্রত্যাবর্তন-এইভাবেই জাতীয় দলের হয়ে ব্যাট করেছেন রাহুল। এমনকি আইপিএলেও নানা ভূমিকায় তাঁকে ব্যবহার করেছে দিল্লি ক্যাপিটালস। এহেন দশায় রাহুলের উপলব্ধি, নিজের ব্যাটিং অর্ডারটাই ভুলতে বসেছেন তিনি।
সোমবার লিডসে সেঞ্চুরি হাঁকানোর পরে রাহুল বলেন, "আমার ব্যাটিং অর্ডার, কোন পজিশনে খেলতে স্বচ্ছন্দ বোধ করি, সেটা গত ২ বছরে একেবারে ভুলে গিয়েছি। তবে আমাকে আলাদা রকমের দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি তাতে খুশি। নতুন ভূমিকায় খেলতে গেলে খেলাটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। নিজেকে আরও বেশি চ্যালেঞ্জের মুখে ফেলা যায়। তাই বিষয়টা আমি খুবই উপভোগ করছি।"
রাহুল আরও বলেন, "শেষ দুটো সিরিজে অবশ্য আমি ওপেন করেছি। ওপেনার হিসাবেই আমি বেড়ে উঠেছি, কেরিয়ার শুরু করেছি। আবারও সেই ভূমিকায় খেলতে পেরে খুব খুশি। দলের হয়ে ভালো খেলতে পারায় আরও আনন্দ হচ্ছে। অস্ট্রেলিয়ায় যেভাবে খেলেছি সেটাও ভালো ছিল, কিন্তু ভালোভাবে শুরু করলেও শেষ পর্যন্ত বড় রানের দিকে যেতে পারিনি। তবে সেই ভুলগুলো শুধরে নিতে চাই।" উল্লেখ্য, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ডের মাটিতে তিনটি সেঞ্চুরি করেছেন রাহুল। এই নজির অন্য কোনও ভারতীয় ব্যাটারের নেই। সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের টপকে গিয়েছেন রাহুল।
