সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স যে নিছকই সংখ্যামাত্র, তা প্রমাণ করছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা (RO-KO)। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রো-কো খেলবেন কি না, তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার টিম সাউদি মনে করেন, যতক্ষণ তাঁরা পারফর্ম করে চলেছেন, ততক্ষণ বয়স কোনও ব্যাপার নয়। তাই এভাবেই যদি খেলে যেতে পারেন তাঁরা, তাহলে আরও একটা বিশ্বকাপে দেখা যাবে তাঁদের।
সংযুক্ত আরব আমিরশাহীতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে অংশ নিতে এসেছেন কিউয়ি তারকা। তিনি রয়েছেন শারজাহ ওয়ারিয়র্সে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "কোহলি নিঃসন্দেহে ওয়ানডে ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। ও যদি এভাবেই খেলে যেতে পারে, তাহলে ২০২৭ বিশ্বকাপের দলে থাকবে। রোহিতও কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছে। ওরা দু'জনেই কিন্তু সমানভাবে ভালো খেলছে। যত দিন এভাবে ওরা খেলবে, দলের জন্য অবদান রাখতে পারবে, ততদিন তো কোনও সমস্যা নেই। আমি মনে করি, বয়স কেবল একটি সংখ্যামাত্র।"
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে বিরাট ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭৭ গড়ে করেছেন ৩১১ রান। অন্যদিকে, ৬৮ গড়ে ২৭৩ রান রয়েছে রোহিতের। সাউদির মতে, বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত দুই মহারথীর উপরেই ছেড়ে দেওয়া উচিত। উল্লেখ্য, ২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৩৯। বিরাটের ৩৮। সাউদির কথায়, "এটা ওদের সিদ্ধান্ত। ওরা যদি মনে করে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলার জন্য যা যা দরকার, সেসব ওরা করতে পারবে, তাহলে কেন নয়? আগেই বলেছি, ওয়ানডে'তে সর্বকালের অন্যতম সেরা বিরাট। ওকে পাওয়া গেলে ভারতীয় দল অবশ্যই চাইবে ওকে খেলাতে।"
অস্ট্রেলিয়া গিয়ে দু’জনই রান পেয়েছেন। তার উপর রবিবার রাঁচিতে যেরকম পারফর্ম করেছেন, তাতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দু’জনেরই দলে থাকা নিশ্চিত বলে মনে করছে ক্রিকেটমহল। রায়পুরে আবারও সেমচুরি হাঁকিয়েছেন বিরাট। এহেন পরিস্থিতি ভারতীয় বোর্ডের অন্দরমহলে খবর নিয়ে যা জানা গেল, তাতে টিম ম্যানেজমেন্টকে নাকি বলে দেওয়া হয়েছে, রোহিত-বিরাটকে নিয়ে আর খুব একটা আলোচনার দরকার নেই। দু’জনকে রেখে বাকি যা করার করতে। অর্থাৎ বিরাট আর রোহিতের দু’বছর পর বিশ্বকাপ খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা হয়তো আর নেই। এই আবহে উঠে এল সাউদির মন্তব্য।
