shono
Advertisement
Kolkata Knight Riders

কেকেআরে পণ্ডিত বিদায়! গত মরশুমের ব্যর্থতাতেই চাকরি গেল নাইট কোচ চন্দ্রকান্তের?

বিদায় নিতে চলেছেন বোলিং কোচ ভরত অরুণও।
Published By: Arpan DasPosted: 06:43 PM Jul 29, 2025Updated: 07:07 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। সোশাল মিডিয়ায় 'পণ্ডিত বিদায়'-এর কথা ঘোষণা করেছে কেকেআর। সেই সঙ্গে জানা যাচ্ছে, বিদায় নিচ্ছেন বোলিং কোচ ভরত অরুণও। তিনি সম্ভবত লখনউ সুপার জায়ান্টসে যাচ্ছেন।

Advertisement

গত মরশুমটা ভালো যায়নি নাইট রাইডার্সের। ২০২৪-র চ্যাম্পিয়নরা ২০২৫-র মরশুমে লিগ টেবিলে অষ্টম স্থানে শেষ করেছিল। সোশাল মিডিয়ায় কেকেআরের তরফ থেকে যদিও লেখা হয়েছে, নতুন 'সুযোগে'র খোঁজে নাইট ব্রিগেড ছাড়ছেন চন্দ্রকান্ত। কেকেআরের বক্তব্য, 'চন্দ্রকান্ত পণ্ডিত নতুন সুযোগের খোঁজে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব আর পালন করবেন না। আমরা তাঁর অবদানের জন্য কৃতজ্ঞ। যার মধ্যে ২০২৪-এ আইপিএল চ্যাম্পিয়ন করা আছে। পাশাপাশি শক্তিশালী দলও তৈরি করেছিলেন। তাঁর শৃঙ্খলাবোধ ও নেতৃত্বদানের গুণ আমাদের দলে বহুদিন থাকবে, ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই'। সেই সঙ্গে বলা হয়েছে, 'কলকাতা সবসময় তাঁর ঘর থাকবে'।

তবে মনে করা হচ্ছে, গত মরশুমে ব্যর্থতার ক্ষেত্রে তাঁরও যথেষ্ট দায় আছে। নিলাম থেকে নতুন দল তৈরি করা হয়েছে। মেন্টর হিসেবে এসেছে ডোয়েন ব্র্যাভো। তবে মাঠে পারফরম্যান্সের ছবিটা খারাপ হয়েছে। নাইট কর্তৃপক্ষের একাংশও 'চন্দু স্যর'কে নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ২০২৩-এ তিনি নাইট রাইডার্সে কোচ হিসেবে এসেছিলেন। এমনিতেও তাঁর সঙ্গে ২০২৫-র আইপিএল পর্যন্ত চুক্তি রয়েছে। সব মিলিয়ে আর চন্দ্রকান্তর সঙ্গে আর নতুন চুক্তি করছে না শাহরুখ খানের দল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement