রাজর্ষি গঙ্গোপাধ্যায়: চ্যাম্পিয়নের শিরোপা আরও একবার নিজেদের দখলে রাখার জন্য তৈরি নাইট রাইডার্স। নতুন জার্সি প্রকাশের সঙ্গে তার রণডঙ্কাও বাজিয়ে দিল কেকেআর। বুকের উপর রয়েছে তিন তারা। এমনিতে বেগুনি রঙের সঙ্গে সোনালি রঙে সজ্জিত থাকেন নাইটরা। এবার হাতেও থাকছে চ্যাম্পিয়নের সোনালি ব্যাজ। সঙ্গে থাকছে আরও চমক।

২২ মার্চ থেকে আইপিএলের লড়াই শুরু হচ্ছে শাহরুখ খানের দলের। ১৮ তম আইপিএলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন সোশাল মিডিয়ায় জার্সির ছবি প্রকাশ্যে এনে যুদ্ধশুরুর ডঙ্কা বাজিয়ে দিল নাইট বাহিনী। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। যা নাইটদের তৃতীয় খেতাব। যে কারণে বুকের উপর রয়েছে তিনটি তারা। আর এই তিনটি তারার অর্থ আসলে কেকেআরের স্লোগান 'করব, লড়ব, জিতব রে'।
এখানেই শেষ নয়। জার্সি প্রকাশ করা হল ৩ মার্চ। খাতায়-কলমে দেখতে লাগবে ০৩/০৩। তিন তারার জার্সি উদ্বোধনের জন্য এই বিশেষ দিনটা বেছে নিল নাইটরা। এছাড়া হাতে আইপিএলের সোনালি ব্যাজ থাকছে। যা জানিয়ে দেবে, কেকেআর গতবারের চ্যাম্পিয়ন। সেই জার্সি পরে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুললেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, অজিঙ্ক রাহানেরা। দলের নিজস্ব ওয়েবসাইট ও অ্যাপ থেকে জার্সিগুলো পাওয়া যাচ্ছে। কেকেআর তাদের প্রচারের নাম রেখেছে 'InTheKnightSky'। যেন জানিয়ে দেওয়া হচ্ছে আকাশচুম্বী লক্ষ্য নিয়ে নামবে নাইটরা।