সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরত অরুণের পর এবার কার্ল ক্রো। আরও এক প্রাক্তন নাইট সাপোর্ট স্টাফকে সই করাল লখনউ সুপার জায়ান্টস। আগামী মরশুমে পন্থদের স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করবেন তিনি।
কেকেআর যে কোচিং স্টাফের অধীনে ২০২৪ আইপিএল জিতেছিল, গতবছরের ব্যর্থতার পর সেই কোচিং স্টাফের অনেকটাই বদলে ফেলেছে। একে একে বিদায় নিয়েছেন ভরত অরুণ, কার্ল ক্রো, চন্দ্রকান্ত পণ্ডিতরা। এদের মধ্যে ভরত অরুণকে আগেই পেস বোলিং কোচ হিসাবে নিযুক্ত করেছিল লখনউ। এবার তাঁরা কার্ল ক্রো-কে নিয়োগ করলেন স্পিন বোলিং কোচ হিসাবে। ক্রো কোচ হিসাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ জনপ্রিয় নাম। বিগ ব্যাশ, টি-২০ ব্লাস্ট, গ্লোবাল টি-২০ কানাডাতেও কোচিং করিয়েছেন। আইপিএলেও সফল। তিনিই দিগ্বেশ রাঠীদের স্পিন বোলিংয়ের পাঠ দেবেন।
গত বছরের ব্যর্থতার পর এ বছর কোচিং স্টাফ ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে লখনউ। হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জাস্টিন ল্যাঙ্গারকে, সহকারী কোচ হিসাবে কাজ করবেন ল্যান্স ক্লুজনার, ভরত অরুণ বোলিং কোচ হিসাবে কাজ করবেন। এর বাইরে টম মুডিকে ক্রিকেট ডিরেক্টর হিসাবে এবং কেন উইলিয়ামসনকে কৌশলগত পরামর্শদাতা হিসাবে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে রীতিমতো হাই প্রোফাইল কোচিং স্টাফ। এবার তাতে যুক্ত হল ক্রো-র নাম।
