সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডকে রেকর্ড ৩৩৬ রানে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে আকাশ দীপ (Akash Deep) একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১০। দেশের ক্রিকেটপ্রেমীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তার মধ্যেই প্রাক্তন ক্রিকেটার মদন লাল আকাশ দীপের প্রশংসা করতে গিয়ে করে ফেললেন গন্ডগোল। নেটদুনিয়াও বিশ্বজয়ী ক্রিকেটারকে খোঁচা দিয়ে লিখল, 'কোন ম্যাচ দেখছিলেন?'
কিন্তু কী গন্ডগোল করলেন মদন লাল? এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়ের পর তিনি এক্স হ্যান্ডলে লেখেন, 'দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন। শুভমান গিল অসাধারণ ব্যাটিং করেছে। মুকেশ ও সিরাজ দারুণ বোলিং করেছে। খুব ভালো খেলেছ।' কিন্তু 'মুকেশ' অর্থাৎ মুকেশ কুমার তো এই টেস্টে খেলেননি। এমনকী স্কোয়াডেও নেই তিনি। স্পষ্টতই আকাশ দীপকে মুকেশ কুমারের সঙ্গে গুলিয়ে ফেলেছেন তিনি।
১৯৮৩-র বিশ্বজয়ী দলের সদস্যের এহেন কাণ্ড দেখে নেটিজেনরা প্রথমে অবাকই হয়েছিলেন। তবে প্রথমে অনেকেই ভেবেছিলেন, এটা সত্যিই মদন লালের আসল অ্যাকাউন্ট কি না। পরে অবশ্য ভুল বুঝতে পেরে এক্স হ্যান্ডলের পোস্টটা মুছে দেওয়া হয়। তবে নেটিজেনরা খোঁচা দিতে ছাড়ছেন না। অনেকে লিখছেন, 'আমি তো ৫ দিন ম্যাচ দেখলাম, মুকেশ কুমার খেলছেন দেখলাম না তো। আমি কি অন্ধ?' আরেকজন লিখছেন, 'আপনি কোন ম্যাচটা দেখছিলেন মদন লালজি?'
