বিশ্বকাপে ম্যাচ নিয়ন্ত্রণের দায়িত্ব কাদের হাতে থাকবে? তার তালিকা প্রকাশ করে দিল আইসিসি। আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মধ্যে রয়েছে ৪ ভারতীয়র নাম। অন্যদিকে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও দু'জন বাংলাদেশি আম্পায়ার থাকবেন ম্যাচ পরিচালনার জন্য। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণের দায়িত্ব কার হাতে থাকবে?
আইসিসি'র প্রকাশিত তালিকায় ২৪ জন আম্পায়ার ও ৬ জন রেফারির নাম রয়েছে। তবে এখনও সুপার এইট ও নকআউট পর্যায়ের ম্যাচ পরিচালকদের নাম জানানো হয়নি। ভারতীয়দের মধ্যে ম্যাচ রেফারিদের তালিকায় নাম আছে শুধুমাত্র জাভাগল শ্রীনাথের। আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে নীতীন মেনন, জয়রামন মদনগোপাল ও কেএনএ পদ্মনাভন।
প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নেদারল্যান্ডস। সেই ম্যাচের দায়িত্বে কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস। ভারতের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। মুম্বইয়ে সেই ম্যাচে আম্পায়ারিং করবেন পল রিফেল ও রড টাকার। ভারত-পাকিস্তান মহারণ ১৫ ফেব্রুয়ারি। সেই ম্যাচের দায়িত্বে থাকেন রিচার্ড ইলিংওয়ার্থ ও কুমার ধর্মসেনা।
তবে সবচেয়ে আকর্ষণীয় আম্পায়ারের তালিকায় শরফুদ্দৌলা সৈকত ও গাজি সোহেলের নাম থাকা। ভারতে নিরাপত্তা নেই, এই যুক্তিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ। তাদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করার দাবি গ্রাহ্য হয়নি, তাই বিশ্বকাপ থেকে মুস্তাফিজুর রহমানরা বাদই পড়েছেন। কিন্তু ভারতের মাটিতে ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি আম্পায়ার থাকবেন। তাঁদের যদি নিরাপত্তার সমস্যা না হয়, তাহলে বাংলাদেশি ক্রিকেটারদের কী সমস্যা? এর মধ্যে শরফুদ্দৌলা ভারতের মাটিতে নিয়মিত আম্পায়ারিং করেন। ফলে আইসিসি'র সিদ্ধান্ত ফের প্রমাণ করল, বাংলাদেশের দাবি কতটা অযৌক্তিক!
