shono
Advertisement
Ranji Trophy

আকাশ-শাহবাজের দাপুটে বোলিং, রনজিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা

সব মিলিয়ে নিয়মরক্ষার ম্যাচে ২৪৮ রানে এগিয়ে বাংলা। তাদের লক্ষ্য থাকবে, বোনাস পয়েন্ট নিয়ে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নকআউট পর্বে নামা।
Published By: Prasenjit DuttaPosted: 06:51 PM Jan 30, 2026Updated: 06:57 PM Jan 30, 2026

রনজিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা। বৃহস্পতিবার ব্যাটিং ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত তাঁর ৮৬ রান অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। প্রথম ইনিংসে বাংলার ইনিংস শেষ হয় ১৯৩ রানে। এরপর আকাশ দীপ এবং শাহবাজ আহমেদের দাপুটে বোলিংয়ের সামনে মাত্র ১০০ রানে ভেঙে পড়ে হরিয়ানার ব্যাটিং। জবাবে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটে ১৫৫ রানে অভিমন্যু ঈশ্বরণের দল। বঙ্গ ব্রিগেড এখন এগিয়ে ২৪৮ রানে।

Advertisement

প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ৫ উইকেটে ১৬৮। দ্বিতীয় দিন সকালে মাত্র ২৫ রানে ৫ উইকেটে হারায় বাংলা। ১৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সুদীপ। ২১১ বলে ৮৬ রানের ইনিংসটিতে ছ'টা বাউন্ডারি হাঁকান তিনি। ৬৪ রানে ৪ উইকেট নেন হরিয়ানার অফস্পিনার অমিত রানা। তন্ময় বালোদা ৩, আমন কুমার ২, অংশুল কম্বোজের শিকার ১টি করে উইকেট।

জবাবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে হরিয়ানা। যুবরাজ সিং (২৯), হিমাংশু রানা (২৩), তন্ময় বালোদা (১২) ছাড়া তাদের কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। আকাশ দীপ এবং শাহবাজ আহমেদের ঝড়ের সামনে মধ্যাহ্নভোজনের বিরতির আগে ৪৫ রানে ৫ উইকেট হারায় হরিয়ানা। শেষ পর্যন্ত ৩১.১ ওভারে সমাপতন ঘটে হরিয়ানার ইনিংসের। ৪০ রানে ৫ উইকেট পান আকাশ দীপ। ৪২ রানে 'ফাইফার' শাহবাজের।

৯৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলা। এই ইনিংসে অবশ্য ব্যর্থ প্রথম ইনিংসের 'নায়ক'। ৫ রানে সাজঘরে ফেরেন সুদীপ চট্টোপাধ্যায়। এরপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ১০৯ রানের জুটি গড়েন সুদীপ কুমার ঘরামি (৬১)। ব্যাট চলেনি অনুষ্টুপ মজুমদারের (১)। দিনের শেষে বাংলার রান ৩ উইকেটে ১৫৫। অপরাজিত রয়েছেন অভিমন্যু (৬১) এবং রাহুল প্রসাদ (৯)। সব মিলিয়ে নিয়মরক্ষার ম্যাচে ২৪৮ রানে এগিয়ে বাংলা। তাদের লক্ষ্য থাকবে, বোনাস পয়েন্ট নিয়ে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নকআউট পর্বে নামা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement