আট বছর ধরে হারতে হারতে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে টি-২০ ম্যাচে হারিয়েছেন সলমন আলি আঘারা। এহেন অভূতপূর্ব সাফল্যে পর পাক ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বয়ং। কিন্তু শুভেচ্ছা জানিয়েই ব্যাপক ট্রোলড হলেন শাহবাজ। তাঁকে মনে করিয়ে দেওয়া হল, একটা মাত্র ম্যাচ জিতে বিরাট কিছু করে ফেলেনি পাক দল।
বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে তিন টি-২০ ম্যাচের সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার শুরু হয়েছে সেই সিরিজ। কিন্তু প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজেলউড, টিম ডেভিডের মতো একঝাঁক তারকা ক্রিকেটার এই সিরিজে নেই। এমনকি এই সিরিজের জন্য অজি অধিনায়ক মিচেল মার্শও বৃহস্পতিবারের ম্যাচে খেলেননি। একসঙ্গে তিনজন অজি ক্রিকেটারের অভিষেক হয় এই ম্যাচে। সবমিলিয়ে বলাই যায় যে 'বি' টিম নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল অজিরা।
পাকিস্তান অবশ্য পূর্ণশক্তির দল নিয়েই নেমেছিল। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৬৮ রান করেন সাইম আয়ুবরা। তবে সেই টার্গেট তুলতে পারেনি অজিরা। ১৪৬ রানে আটকে যায় ম্যাট রেনশদের ইনিংস। আট বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ জয় পেয়েছে পাকিস্তান। তারপরেই এক্স হ্যান্ডেলে শাহবাজ লেখেন, 'প্রথম টি-২০তে অজিদের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্সের জন্য পাক দলকে অনেক বাহবা জানাই। দেশের জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত।' পাক বোর্ডের প্রধান মহসিন নকভিকেও অভিনন্দন জানিয়েছেন শাহবাজ।
এই পোস্টের জবাবেই তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। এক্স হ্যান্ডেলে শাহবাজের পোস্টের জবাবে তিনি লেখেন, 'সকলকে সম্মান জানিয়েই বলছি, এটা আসলে অস্ট্রেলিয়ার 'বি' টিম। প্রথম একাদশের অনেক ক্রিকেটারই অজি স্কোয়াডে ছিলেন না। ১৭০ রানের ম্যাচে মাত্র ২০ রানে জিতলে সেটা কখনই 'অনবদ্য' হিসাবে বলা যায় না।' উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তান এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ডামাডোল চলছেই। বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য শাহবাজের সঙ্গে দেখাও করেছেন নকভি। সেই 'নাটুকেপনা'র মাঝেই আবারও ট্রোলড পাক ক্রিকেট।
