shono
Advertisement
Boundary Catch Rule

বদলাচ্ছে বাউন্ডারির বাইরের উড়ন্ত ক্যাচের নিয়ম, কঠিন হবে ফিল্ডারদের কাজ

নতুন এই নিয়ম কবে কার্যকর হবে?
Published By: Subhajit MandalPosted: 10:56 AM Jun 14, 2025Updated: 10:59 AM Jun 14, 2025

সংবাদ প্রতিদিন প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাউন্ডারি লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে জমা পড়ছে আকাশছোঁয়া শট। লাইনের বাইরে চলে যেতে যেতে বল ছুড়ে দিয়ে আবারও মাঠের মধ্যে ঢুকে এসে ক্যাচ লুফছেন ফিল্ডার। ক্রিকেট মাঠে এমন দৃশ্য হামেশাই দেখা যায়। এই ঘটনায় ক্রিকেটের নিয়ম মেনেই আউট দেওয়া হয় ব্যাটারকে। কিন্তু এবার আর সেটি হবে না। বাউন্ডারির বাইরে গিয়ে উড়ন্ত অবস্থার ক্যাচ ধরার নিয়মে বড়সড় বদল আনছে ক্রিকেটের নিয়ম প্রস্তুতকারক সংস্থা এমসিসি।

Advertisement

বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ নিতে গিয়ে বা ছক্কা আটকাতে গিয়ে অনেক সময় ফিল্ডার ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন বলটি ওপরে ছুড়ে দিয়ে সীমানা পেরিয়ে যান। বাউন্ডারির বাইরে থাকতেই লাফ দিয়ে বলটি হাতের ধাক্কায় আবারও উপরে ছুড়ে দিয়ে সীমানার ভেতরে ফেরত পাঠান। তারপর নিজে বাউন্ডারির ভিতরে এসে ক্যাচটি নেন কিংবা ছক্কা বাঁচান। কিন্তু এটা করতে গিয়ে কখনও কখনও ফিল্ডার বাউন্ডারির বাইরে উড়ন্ত অবস্থায় একাধিকবার বলে স্পর্শ করেন। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের নতুন নিয়ম অনুযায়ী, এভাবে ক্যাচ নেওয়া বা ছক্কা বাঁচানো আর বৈধ থাকবে না। বাউন্ডারির বাইরে উড়ন্ত অবস্থায় আর বলে একাধিকবার স্পর্শ করতে পারবেন না ফিল্ডার। 

নতুন নিয়মে বলা হচ্ছে, একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর সীমানার ভেতরে ঢুকে তাঁকে ক্যাচ নিতে হবে। উড়ন্ত অবস্থাতেও একাধিকবার বল স্পর্শ করা যাবে না। ২০২৩ সালে বিগ ব্যাশে এমন একটি এই ধরনের ক্যাচ নিয়েই বিতর্ক হয়েছিল। সিডনি সিক্সারের বিরুদ্ধে ব্রিসবেন হিটের ম্যাচ চলাকালীন ওই ক্যাচ নিয়ে বিতর্কের পরই নিয়ম বদল নিয়ে তোড়জোড় শুরু হয়। লং অফের দিকে আকাশছোঁয়া শট মারেন সিডনির জর্ডান সিল্ক। সিল্কের ক্যাচ বাউন্ডারির বাইরে লাফিয়ে দ্বিতীয়বার স্পর্শ করে সীমানার ভেতরে ফেরত পাঠান নেসার। শূন্যে লাফিয়ে বলটি দ্বিতীয়বার স্পর্শ করে তিনি সীমানার বাইরেই পা রাখেন এবং দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচটি নেন। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে ক্যাচ ধরলে ব্যাটারকে আউট দেওয়া যাবে কিনা, সেই প্রশ্ন তখনই উঠেছিল। এমসিসির নতুন নিয়মে এই ক্যাচ আর বৈধ থাকবে না।

শূন্যে উড়ে একবার স্পর্শ ক্যাচ ধরলে সেই ক্যাচ অবশ্য বৈধ থাকবে। উদাহরণ হিসাবে বলা যায়, ২০২৪ টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদব মিলারের যে ঐতিহাসিক ক্যাচ ধরেছেন সেটি বৈধ থাকবে। সেক্ষেত্রেও অবশ্য দ্বিতীয়বার বলে স্পর্শ করার সময় ফিল্ডারের পুরো শরীর সীমানার ভিতরেই থাকতে হবে।  

এমসিসি নতুন এই নিয়মে ছাড়পত্র দিয়েছে। আগামী সপ্তাহেই আইসিসির প্লেয়িং কন্ডিশনে ওই নিয়ম যুক্ত হবে। তবে নতুন এই নিয়ম কার্যকর হবে নতুন আগামী বছরের অক্টোবর থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাউন্ডারি লাইনে ঘেঁষে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে জমা পড়ছে আকাশছোঁয়া শট। লাইনের বাইরে চলে যেতে যেতে বল ছুঁড়ে দিয়ে আবারও মাঠের মধ্যে ঢুকে এসে ক্যাচ লুফছেন ফিল্ডার।
  • এই ঘটনায় ক্রিকেটের নিয়ম মেনেই আউট দেওয়া হয় ব্যাটারকে।
  • বাউন্ডারির বাইরে গিয়ে উড়ন্ত অবস্থার ক্যাচ ধরার নিয়মে বড়সড় বদল আনছে ক্রিকেটের নিয়ম প্রস্তুতকারক সংস্থা এমসিসি।
Advertisement