shono
Advertisement
Mohammad Kaif

'ওরা কাঁধ ঝাঁকালেই কোটি টাকা পড়বে', যুবি-বীরুকে খোঁচা 'গরিব' কাইফের, পালটা দিলেন যুবরাজও

মহম্মদ কাইফ, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগরা একসঙ্গে হলে এখনও নস্ট্যালজিক হয়ে পড়েন দেশের ক্রিকেটভক্তরা। তৈরি হয় কত মিষ্টি মুহূর্ত। আবার নিজেদের মধ্যে হাসি-মশকরাও চলে।
Published By: Arpan DasPosted: 09:04 PM Jan 16, 2026Updated: 09:04 PM Jan 16, 2026

তাঁরা ছিলেন বাইশ গজে সতীর্থ। ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও তাঁদের বন্ধুত্ব অটুট। মহম্মদ কাইফ, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগরা একসঙ্গে হলে এখনও নস্ট্যালজিক হয়ে পড়েন দেশের ক্রিকেটভক্তরা। তৈরি হয় কত মিষ্টি মুহূর্ত। আবার নিজেদের মধ্যে হাসি-মশকরাও চলে। যেমন নিজেকে 'গরিব' বলে যুবি-বীরুদের কটাক্ষ করতে ছাড়লেন না কাইফ। অবশ্য যুবরাজের পালটা খোঁচাও হজম করতে হল।

Advertisement

রবিবার কপিল শর্মার অনুষ্ঠানে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের তিন তারকাকে। সম্প্রতি তার একটি প্রোমো পোস্ট করা হয়েছে সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে। সেখানে নিজেদের মধ্যে খোশগল্পে মেতে তিন মেতে। একে-অপরের সঙ্গে খুনসুটি করার সুযোগও ছাড়লেন না কেউ। যেমন কাইফ বলেন, "আমি ওদের দু'জনের থেকে অনেক গরিব। এরা যদি কাঁধও ঝাঁকায়, তাহলে ৫-৬ কোটি টাকা পড়বে।"

তবে ইট ছুড়ে পাটকেলও খেলেন কাইফ। সঙ্গে সঙ্গে যুবরাজের প্রশ্ন, "তোর এই জুতোটা কোন কোম্পানির?" কাইফ উত্তর দেন, "গুচি।" ব্যাস, আর যাবেন কোথায়! যুবরাজের পালটা, "আর ও কি না নিজেকে গরিব বলে। ওর জন্য সবার হাততালি দেওয়া উচিত।" আসলে 'গুচি' বিশ্বের অন্যতম সেরা ও দামি পোশাক প্রস্তুতকারক। ফলে তাদের জুতো তো আর কম দামি হবে না। যুবরাজ কিন্তু সেই প্রসঙ্গে সরাসরি না গিয়েও ঠিক জবাব দিয়ে দিলেন।

তবে এ তো শুধু ট্রেলার। মূল অনুষ্ঠানে যে আরও মজা অপেক্ষা করে আছে, তা প্রোমোতেই আঁচ পাওয়া গিয়েছে। যুবরাজের সঙ্গে নাচের ছন্দে পা মেলালেন কাইফ। আবার শেহওয়াগের 'কুঁড়েমি' নিয়েও খোঁচা দিলেন যুবি। সব মিলিয়ে তিন ক্রিকেটারের বন্ধুত্ব ও ক্রিকেটের পুরনো গল্প শোনার অপেক্ষায় ভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement