shono
Advertisement
Mohammed Shami

'অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারত', প্রসিদ্ধদের দুর্দশা দেখে শামিকে 'মিস' করছেন কাইফ

রনজিতে আগুনে ফর্মে আছেন শামি।
Published By: Arpan DasPosted: 05:20 PM Dec 01, 2025Updated: 06:06 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। নির্বাচকপ্রধান অজিত আগরকরের দাবি, তাঁকে নিয়ে বিসিসিআইয়ের কাছে নাকি কোনও তথ্য নেই। কিন্তু যতবার তাঁকে নিয়ে সংশয়ের আঙুল উঠেছে, ততবার যোগ্য জবাব দিয়েছেন মহম্মদ শামি। রনজিতে আগুনে ফর্মে আছেন। তারপরও কেন জাতীয় দলে ডাক পান না? সেই প্রশ্ন তুলে দিলেন মহম্মদ কাইফ।

Advertisement

ভারতের প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য, "এই প্রশ্নটা খুবই দরকারি। যেরকম পিচই হোক, শামির থাকা দরকার। পিচ পাটা হলেও ওর উইকেট তুলতে অসুবিধা হয় না। আমি জানি না কেন ও খেলছে না? বুমরাহ ও সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। শামি দলে থাকলে তরুণ পেসাররাও উন্নতি করতে পারত। এই দলে কোনও সিনিয়র নেই, যে প্রসিদ্ধ, হর্ষিত ও অর্শদীপকে চাপের সময় পরামর্শ দিতে পারত। ভারতকে শামিকে মিস করেছে।"

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৫০ রানের লক্ষ্য বাঁচাতে নেমে শুরুটা খারাপ করেনি ভারতের বোলাররা। হর্ষিত যেভাবে বলের সিম ব্যবহার করে পরপর উইকেট পেলেন, তা গৌতম গম্ভীরের মুখেও হাসি ফোটাবে। কিন্তু ম্যাচ নাগালের বাইরে চলে যাওয়ার অবস্থা থেকে লড়াই শুরু করেন ম্যাথু ব্রিটজকে। ভারতকে চাপে ফেলেন মার্কো জানসেন। করবিন বশ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তাঁর হাতে ‘বশ’ হতে হতে বাঁচল টিম ইন্ডিয়া।

ভারতীয় পেসারদের মধ্যে অর্শদীপ সিং ৬৪ রানে ২ উইকেট পেয়েছেন। হর্ষিত রানার সংগ্রহ ৬৫ রানে ৩ উইকেট। শুরুটা ভালো করেও পরের দিকে রান দেন। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণ ৭.২ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট পান। এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে। অন্যদিকে রনজিতে শামি মোট চার ম্যাচ খেলে বল করছেন ১৪৫.২ ওভার। নিয়েছেন ২০ উইকেট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি।
  • নির্বাচকপ্রধান অজিত আগরকরের দাবি, তাঁকে নিয়ে বিসিসিআইয়ের কাছে নাকি কোনও তথ্য নেই।
  • কিন্তু যতবার তাঁকে নিয়ে সংশয়ের আঙুল উঠেছে, ততবার যোগ্য জবাব দিয়েছেন মহম্মদ শামি।
Advertisement