shono
Advertisement
Mohammed Shami

বাংলাকে জিতিয়ে শামির মুখে টি-২০ বিশ্বকাপের কথা, ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা 'ব্রাত্য' পেসারের?

রনজিতে সার্ভিসেসের বিরুদ্ধে জিতে নকআউটে পর্বে গিয়েছে বাংলা। আর সেই ম্যাচে মোট ৭টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও কি জাতীয় দলের দরজা খুলবে না শামির জন্য?
Published By: Arpan DasPosted: 01:05 PM Jan 25, 2026Updated: 04:58 PM Jan 25, 2026

জাতীয় দলে তিনি 'ব্রাত্য'। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও কি দরজা খুলবে না মহম্মদ শামির (Mohammed Shami) জন্য? রনজিতে সার্ভিসেসের বিরুদ্ধে জিতে নকআউটে পর্বে গিয়েছে বাংলা। আর সেই ম্যাচে মোট ৭টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই ৫টা। ম্যাচের পর শামি মুখ খুললেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান নিয়ে। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও জানালেন।

Advertisement

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। যে টুর্নামেন্টে টিম ইন্ডিয়া গতবারের চ্যাম্পিয়ন। শামি দলে নেই। কিন্তু বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ তারকা পেসার। কল্যাণীতে ম্যাচের পর তিনি বলেন, "বিশ্বকাপের এখনও কিছুটা সময় আছে। আশা করব, ভারত যে ফর্মে আছে, সেই ধারা বজায় রাখতে পারবে। শুধু আমি নই, সমগ্র ভারতবর্ষ প্রার্থনা করছে যেন ট্রফি দেশেই থাকে। আমিও চাই, ভারত আবার চ্যাম্পিয়ন হোক।"

রনজির কোয়ার্টার ফাইনালে নয়া চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকবে শামির জন্য। ফের মেন ইন ব্লুর জার্সি গায়ে চাপাতে অস্ত্র নিয়মিত পারফরম্যান্স করে যাওয়া। শামি সেটাই বলছেন। তিনি বলেন, "আমার কাজ একশো শতাংশ দেওয়ার। আমি শুধু পরিশ্রম করে যেতে চাই। দল বা ম্যাচ যা চাইবে, আমি সেটা করে যাব। দলকে জেতানোই আমার মূল লক্ষ্য। বাংলার হয়ে খেলার জন্য আলাদা মোটিভেশন লাগে না। রনজি ট্রফি বিরাট মঞ্চ। নকআউট পর্বের জন্য আমাদের আরও ভালো প্রস্তুতি নিতে হবে।"

ম্যাচের পর দেখা যায় সার্ভিসেসের বোলাররা শামির থেকে পরামর্শ নিচ্ছেন। সত্যিই তো, শামির মতো বিশ্বমানের বোলারের থেকে পরামর্শের সুযোগ কী ছাড়া যায়? যা নিয়ে তিনি বলেন, "যদি কোনও তরুণ ক্রিকেটার কিছু জানতে চায় বা কোনও পরামর্শ চায়, তাহলে আমি সব সময় আছি। সেই পরামর্শ কাজে লাগলে সেটাই আমার প্রাপ্তি। বড়-ছোট, আমি ওরকম পার্থক্যে বিশ্বাস করি না। উঠতি প্লেয়াররা আজকাল প্রচুর ক্রিকেট খেলে। তাদের উচিত স্কিল ও শক্তির উপর ভরসা করা।" মহম্মদ শামি যার আদর্শ উদাহরণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement