সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনাটা ২০২৪ সালের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের প্রতিপক্ষ ছিল ও চেন্নাই সুপার কিংস। অনেকেরই মনে পড়বে, ওই ম্যাচে নিরাপত্তাবেষ্টনী টপকে একজন চলে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করতে। সেই ধোনিভক্ত জয়কুমারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে কথা এখনও জানা যায়নি। এক ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্টে এমন দাবি করা হয়েছে। ভাবনগর জেলার রাবারিকা গ্রামের বাসিন্দা ছিলেন জয়কুমার। ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তারও পর্যন্ত করে।
উল্লেখ্য, নিরাপত্তাবেষ্টনী টপকে দৌড়তে দৌড়তে ধোনির একেবারে কাছাকাছি চলে গিয়েছিলেন। এরপর টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলেন।
পুলিশি জেরায় তিনি জানিয়েছিলেন, ধোনির প্রতি ভালোবাসা থেকেই এই কাজ করেছিলেন। কিছুদিন পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছিল। সেই জয়কুমারের আচমকাই মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে ক্রিকেট মহলে শোকের ছায়া। নেটিজেনরা সোশাল মিডিয়ায় লিখেছেন, 'একজন সত্যিকারের এবং আবেগপ্রবণ সমর্থক আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।'
