সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামের আমি নামের তুমি, নাম দিয়ে যায় চেনা। আর নামে নামে মিলে গেলে তো কথাই নেই। তেমনই এক ঘটনা। যেখানে নামিবিয়া ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে ডু প্লেসিসকে। খবরটা রীতিমতো চমকে দেওয়ার মতো!

অনেকেই ভাবছেন প্রাক্তন এই প্রোটিয়া ব্যাটার তো আইপিএলে নামতে চলেছেন। গত তিন মরশুমে আরসিবি'কে নেতৃত্বও দিয়েছেন। এবার তো তিনি দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক। সেই ডু প্লেসিস কীভাবে নামিবিয়ায়? তাহলে আইপিএল ছেড়ে কি আফ্রিকার পথে ডু প্লেসিস? কাকতালীয় হলেও সত্যি যে, নামিবিয়ার অনূর্ধ্ব-১৯ অধিনায়কের নামও ফ্যাফ ডু প্লেসিস। যার বয়স ১৭। দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড়ের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই তার।
মজার ব্যাপার হল, নামিবিয়ার ক্যাপ্টেনও ডু প্লেসিসের মতো ডানহাতি ব্যাটার। লেগ স্পিনারও। তবে, আপাতত এই ভ্রান্তি দূর হয়েছে। আর এ নিয়ে মজাদার সব পোস্ট সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। সামনেই রয়েছে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। ডিভিশন ১-এ অংশ নেবে তারা। তাদের প্রথম ম্যাচ ২৮ মার্চ। বিপক্ষ নাইজেরিয়া। কেনিয়া, সিয়েরা লিওন, তানজানিয়া এবং উগান্ডার বিপক্ষেও খেলবে তারা।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানেই নাইজেরিয়ার বিপক্ষে নামিবিয়ার যাত্রা শুরু। এরপর ইউনিভার্সিটি অফ লাগোস ক্রিকেট ওভালে সিয়েরা লিওনের বিপক্ষে তারা খেলবে। এই রাউন্ড থেকে জয়ী দলই বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করবে। এখন দেখার, দেশের হয়ে অনূর্ধ্ব-১৯-এর ৩টি ম্যাচ খেলা ডু প্লেসিস নজরকাড়া পারফরম্যান্স করে দলকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে পারে কি না।