সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষ ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। মহিলা ক্রিকেটে প্রথমবার বিশ্বজয়। সার্বিকভাবে ভারতীয় ক্রিকেটের জন্য ২০২৫ সাল মন্দ ছিল না। তা সত্ত্বেও জাতীয় ক্রীড়া পুরস্কারের মঞ্চে ব্রাত্য ক্রিকেটাররা। এ বছর কোনও ক্রিকেটারের নাম জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য প্রস্তাব দেওয়া হয়নি। ফলে এবার খেলরত্ন বা অর্জুন পুরস্কারের মনোনীতদের তালিকায় কোনও ক্রিকেটারের নাম নেই।
শোনা যাচ্ছে, খেলরত্ন পুরস্কারের জন্য হরমনপ্রীত সিং এবং স্মৃতি মন্ধানার নাম ভাবা হয়েছিল। অনেকক্ষণ আলোচনা হয় তাঁদের নাম নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের নামে সিলমোহর দেয়নি গগন নারাং, অপর্ণা পোপাট ও এমএম সোমায়ার কমিটি। এর মূল কারণ, ক্রিকেটের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও পয়েন্ট সিস্টেম নেই। আর দ্বিতীয় কারণ, বিসিসিআই আলাদা করে কারও নাম এই পুরস্কারের জন্য প্রস্তাবও করেনি। শুধু এবার নয়, আগের বারও বিসিসিআই থেকে কারও নাম পাঠানো হয়নি। ফলে সেবারও কোনও ক্রিকেটার জাতীয় ক্রীড়া দিবসে কোনও পুরস্কার পাননি।
শেষবার ২০২৩ সালে মহম্মদ শামি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তার আগে শচীন তেণ্ডুলকর, এমএস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারা খেলরত্ন পেয়েছেন। অর্জুন পেয়েছেন বহু ক্রিকেটার। কিন্তু শেষ দু'বছর কোনও ক্রিকেটার এই সম্মান পাননি। কিন্তু কেন? বোর্ডের তরফে শেষ দু'বছর কারও নাম কেন পাঠানো হচ্ছে না পুরোটাই রহস্য। কারণ যা-ই হোক, বোর্ডের সিদ্ধান্তে বঞ্চিত হচ্ছেন ক্রিকেটাররাই।
এবারের প্রস্তাবিত অর্জুন পুরস্কারের তালিকায় রয়েছেন ২৪ জন ভারতীয় ক্রীড়াবিদের নাম। মনোনীত হয়েছেন তিন বাঙালি ক্রীড়াবিদ। প্রণতি নায়েক, মেহুলি ঘোষ এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের নাম সুপারিশ করা হয়েছে। ব্যাডমিন্টন থেকে পুল্লেলা গোপীচাঁদের কন্যা গায়ত্রী গোপীচাঁদের নামও প্রস্তাবিত অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকায় আছে। এছাড়া ক্রীড়ামন্ত্রক দ্বারা আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পাঁচবছর পর যোগাসনে অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে আরতি পালের নাম।
