নিউজিল্যান্ড: ৩২০/৫ (ল্যাথাম ১১৮*, ইয়ং ১০৭, নাসিম ২/৬৩)
পাকিস্তান: ২৬০ (খুশদিল ৬৯, বাবর ৬৪, স্যান্টনার ৩/৩১, রুরকি ৩/৪৭)
৬০ রানে জয়ী নিউজিল্যান্ড।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমে ঘরের মাঠে কুপোকাত পাক ব্রিগেড। বুধবার করাচিতে শুরু হল চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু নিউজিল্যান্ডের কাছে গোহারা হারল পাকিস্তান। ব্যাটে-বলে পর্যুদস্ত মহম্মদ রিজওয়ানের দল। পরের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচের আগে দুরমুশ হওয়ায় পাক ব্রিগেডের আত্মবিশ্বাস থাকবে একেবারে তলানিতে।
এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রিজওয়ান। পাওয়ার প্লেতে বেশ দাপট ছিল পাক বোলারদের। শাহিন আফ্রিদি ব্যর্থ হলেও নাসিম শাহ, আবরার আহমেদরা চাপে রাখেন কিউয়ি টপ অর্ডারকে। প্রথম ১০ ওভারের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান দুই কিউয়ি ব্যাটার। ১৭ বলে ১০ রান করে আউট হন ওপেনার ডেভন কনওয়ে। মাত্র ১ রানে ফেরেন কেন উইলিয়ামসন। গত ৬ বছরে ওয়ানডেতে কখনও এক অঙ্কের রানে আউট হননি তিনি। কিন্তু সেই নজির ভেঙে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে।
দ্রুত ৩ উইকেট পড়লেও উইল ইয়ং এবং টম ল্যাথামের হাত ধরে ঘুরে দাঁড়ায় কিউয়ি ইনিংস। সেঞ্চুরি হাঁকান দুজনেই। ১১৩ বলে ১০৭ রান করেন ওপেনার ইয়ং। আর ডেথ ওভারে ১০৪ বলে ১১৮ রানের ইনিংস খেলে পাক বোলিং লাইন আপের কোমর ভেঙে দিলেন ল্যাথাম। মাত্র ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপসও। ৫০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান পৌঁছে যায় ৩২০তে।
বড় রান তাড়া করার শুরুতেই পাক ব্রিগেডকে ধাক্কা দেয় ফখর জামানের চোট। ফিল্ডিং করতে গিয়ে তাঁর কোমরে আঘাত লাগায় ওপেন করতে পারেননি। তাই বাবর আজমের সঙ্গে ওপেন করতে নামেন সউদ শাকিল। মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ব্যর্থ অধিনায়ক রিজওয়ানও (৬)। চোট পাওয়া ফখর ৪১ বল খেলে মাত্র ২৪ রান করেন। মন্থর ইনিংস বাবরের ব্যাট থেকেও। ৯০ বলে তাঁর সংগ্রহ মাত্র ৬৪।সলমন আঘা এবং খুশদিল শাহ দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে হারের ব্যবধান খানিক কমা ছাড়া কোনও লাভ হয়নি।
৪৭.২ ওভারেই আত্মসমর্পণ করে পাক ব্রিগেড। কিউয়ি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার এবং উইলিয়াম ও'রুরকি। জোড়া উইকেট ম্যাট হেনরির। ৬০ রানের বিশাল ব্যবধানে হারায় পাকিস্তানের রান রেট বেশ খারাপ হয়ে গেল। নক আউটে যাওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল গতবারের চ্যাম্পিয়নরা।
