সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেজর লিগ ক্রিকেটে ঝড় নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেনের। সান ফ্রান্সিসকো ইউনিকর্নের ক্রিকেটার মাত্র ৫১ বলে করলেন ১৫১ রান। হাঁকালেন ১৯টি ছক্কা। সেই সঙ্গে ভাঙলেন ক্রিস গেইলের রেকর্ডও।
শুক্রবার ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ম্যাচ ছিল ফিন অ্যালেনের দলের। সেখানে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন কিউয়ি ক্রিকেটার। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক বা টিম সেইফার্টরা আউট হয়ে গেলেও বিধ্বংসী মেজাজ বজায় রেখেছিলেন অ্যালেন। ২০ বলে ৫০ রান করেন। সেঞ্চুরি আসে মাত্র ৩৪ বলে। অবশেষে ৫১ বলে ১৫১ রানে আউট হন। ততক্ষণে ৫টি চার মারলেও ছক্কার সংখ্যা ১৯। স্ট্রাইকরেট ২৯৬।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে ছয়ের রেকর্ড ছিল ক্রিস গেইল ও এস্তোনিয়ার সাহিল চৌহানের। দুজনেই ১৮টি করে ছয় মেরেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন অ্যালেন। অন্যদিকে টি-টোয়েন্টিতে এটাই দ্রুততম ১৫০ রানের ইনিংস। অ্যালেন সেটা করেন ৪৯ বলে। তাছাড়া এটাই কিউয়ি ব্যাটারদের করা দ্রুততম সেঞ্চুরি। আবার মেজর লিগ ক্রিকেটেও এটাই দ্রুততম সেঞ্চুরি।
আইপিএলে অবিক্রীত ছিলেন অ্যালেন। ২ কোটি টাকা ন্যূনতম মূল্যেও কেউ তাঁকে কেনেনি। এদিন ম্যাচের পর তিনি বলেন, "রেকর্ড গড়ে আমি খুবই খুশি। আমাদের শুরুটা ভালো হয়েছে।" দেশের হয়ে মাত্র ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন অ্যালেন। করেছেন ১২৮৫ রান। দুটি সেঞ্চুরিও আছে। সর্বোচ্চ রান ১৩৭। এছাড়া ২২টি ওয়ানডেতে করেছেন ৫৮২ রান।
