সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়ার পরেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের কড়া বার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ সাফ জানিয়েছিলেন, লাল বলের ক্রিকেট খেলতে হলে ঘরোয়া ক্রিকেটকেও গুরুত্ব দিতে হবে। কোচের সেই কথাই শিরোধার্য করেছেন নীতীশ রেড্ডি। চলতি মাসেই রনজি ট্রফিতে খেলতে নামবেন তরুণ অলরাউন্ডার।
নীতীশ রেড্ডিকে অজি সফরের দলে রাখা নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। কিন্তু নিন্দুকদের জবাব দিয়ে মেলবোর্নে সেঞ্চুরি হাঁকিয়েছেন। হায়দরাবাদের তরুণ প্রমাণ করেছেন, আইপিএলে পাওয়ার হিটিং করলেও টেস্টের কঠিন পিচে যুঝতে জানেন। লোয়ার অর্ডারে নেমে প্রত্যেক ম্যাচে ভালো রান করেছেন তরুণ নীতীশ। বল হাতেও উইকেট তুলেছেন। তবে অস্ট্রেলিয়া সফর এখন অতীত। এবার ঘরোয়া ক্রিকেট খেলে প্রস্তুতি নিতে চান তিনি। যেহেতু অন্ধ্রপ্রদেশ বিজয় হাজারের নকআউটে ওঠেনি, তাই রনজিতে খেলবেন নীতীশ।
কেবল নীতীশ নন, সদ্য অস্ট্রেলিয়া থেকে খেলে ফিরে আসা জাতীয় দলের অনেককেই দেখা যাবে বিজয় হাজারে বা রনজিতে। কর্নাটকের জার্সিতে নামবেন প্রসিদ্ধ কৃষ্ণ, দেবদত্ত পাড়িক্কল। তবে কিছু সময়ের জন্য বিরতি চেয়েছেন কে এল রাহুল। চলতি মাসেই বাবা হতে চলেছেন তারকা ওপেনার। সেই কারণেই বিজয় হাজারে ট্রফির নকআউট পর্ব থেকে ছুটি চেয়েছেন। তবে রনজি ট্রফি শুরু হলে তিনি কর্নাটকের হয়ে খেলতেই পারেন। অন্যদিকে তামিলনাড়ু যদি বিজয় হাজারের কোয়ার্টার ফাইনালে ওঠে তাহলে খেলতে পারেন ওয়াশিংটন সুন্দরও।
আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে রনজি ট্রফির দ্বিতীয়ার্ধ। কিন্তু বিরাট বা রোহিতকে সেখানে দেখা যাবে কিনা, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ওইদিন রোহিতের মুম্বইয়ের ম্যাচ রয়েছে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। অন্যদিকে বিরাটের দিল্লি নামবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। ভারতীয় দলের হেডস্যরের কথা শুনে কি সেসব ম্যাচে নামবেন মহাতারকারা?