shono
Advertisement
Babar Azam

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ঠাঁই নেই, বিদেশের লিগে খেলতে চললেন বাবর আজম

কোন দেশের লিগে খেলবেন পাক ক্রিকেটার?
Published By: Prasenjit DuttaPosted: 08:57 PM Jun 13, 2025Updated: 08:57 PM Jun 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু'দিন আগেই পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম। বাবর ছাড়াও মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদেরও বাদ রেখেই দল ঘোষণা করেন পাকিস্তানের নির্বাচকরা। আর তারপরেই নিলামের আগেই অস্ট্রেলিয়ার বিদেশের লিগে সই করলেন বাবর।

Advertisement

জানা গিয়েছে, বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি দল সিডনি সিক্সার্সে সই করেছেন ৩০ বছর বয়সি এই পাক ক্রিকেটার। বিগ ব্যাশ লিগের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ জুন। তার আগেই সই করলেন বাবর। এই টি-টোয়েন্টি লিগের নিয়ম হল, নিলামের আগে একজন বিদেশি ক্রিকেটার কোনও ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে সই করতে পারবেন। সুতরাং বলাই যায়, সেই সুযোগ কাজে লাগিয়ে সিডনি সিক্সার্স সই করিয়েছে বাবরকে।

সিডনি সিক্সার্সের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বাবর বলেন, "আমি খুবই আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগের অন্যতম সফল এবং শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিতে খেলব ভেবে সত্যিই ভালো লাগছে। আমি দলের সাফল্যে অবদান রাখার জন্য মুখিয়ে রয়েছি। এখানে খেলার অভিজ্ঞতা পরিবার, বন্ধুবান্ধব, সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সমর্থকদের সঙ্গে সংযোগ গড়ে তোলাও লক্ষ্য থাকবে।"

অন্যদিকে সিডনি সিক্সার্স লেখে, "বাবর আজমের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা উচ্ছ্বসিত। এটা আমাদের লিগের ইতিহাসে অন্যতম সেরা চুক্তি। আমরা রোমাঞ্চিত। বাবরকে আমাদের দলে স্বাগত। ওর রেকর্ডই ওর হয়ে কথা বলে।" উল্লেখ্য, সিডনি সিক্সার্সে সতীর্থ হিসেবে বাবর পাবেন স্টিভ স্মিথকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দু'দিন আগেই পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম।
  • বাবর ছাড়াও মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদেরও বাদ রেখেই দল ঘোষণা করেন পাকিস্তানের নির্বাচকরা।
  • আর তারপরেই নিলামের আগেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ক্লাবে সই করলেন বাবর।
Advertisement