shono
Advertisement
Cheteshwar Pujara

শচীন-কোহলি নন, স্পিনারদের মোকাবিলায় পূজারার পছন্দ এই পাক ব্যাটার

স্পিনারদের বিরুদ্ধে তাঁর গড় ৭৫.৪০।
Published By: Prasenjit DuttaPosted: 08:52 PM Jun 18, 2025Updated: 09:47 PM Jun 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পিনারদের ছোবল সামলানোয় সেরা ক্রিকেটার কে? অনেকেই বলবেন শচীন, সৌরভ থেকে কোহলি, রোহিতদের নাম। কেউ বলবেন লারা, কালিস থেকে স্মিথ, রুটদের নাম। কিন্তু টিম ইন্ডিয়ার 'প্রাক্তন' টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা এমন একজনকে এক্ষেত্রে বেছে নিয়েছেন, যাঁকে তাঁর মনে হয়েছে বাকিদের চেয়ে ভালো স্পিন খেলেন।

Advertisement

ESPNcricinfo তাদের সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে বেশ কিছু কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় পূজারাকে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, কে স্পিন বোলিং সবচেয়ে ভালো সামলান? জো রুটের নাম ওঠে। সেক্ষেত্রে পূজারা বলেন, "হয়তো।" এরপর ওঠে বিরাট কোহলির নাম। পূজারা তৎক্ষণাৎ উত্তর দেন, "এক্ষেত্রে আমি বলব সমান সমান। পরিসংখ্যান ইঙ্গিত দেয় স্পিন ভালো সামলায় কোহলি।"

স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনের নামও উঠে আসে এই প্রসঙ্গে। তবে দক্ষভাবে বাউন্সার সামলানোর ঢংয়ে পূজারা উত্তর দেন, "ওরা ভারতের বিরুদ্ধে রান পেয়েছে। পরিসংখ্যানও ভালো। এভাবে তুলনা করা কঠিন। তবে, ওরা দারুণ ব্যাটার।"

শেষমেশ ইউনিস খানের নাম সামনে আসে। সেই সময় পূজারা বলেন, "বলতেই হবে ইউনিস আমার চেয়ে স্পিন ভালো খেলে।" ক্রিকেটীয় জীবনে অসাধারণ টেকনিকের সহায়তায় স্পিন সামলেছেন পাকিস্তানি ব্যাটার ইউনিস খান। লাল বলের ক্রিকেটে স্পিনারদের বিরুদ্ধে ১৫১ ইনিংসে তিনি করেছেন ৪৪৪৯ রান। গড় ৭৫.৪০। অবাক করে দেওয়ার মতো তথ্য হল, ১৫১ ইনিংসে স্পিন বলে তিনি আউট হয়েছেন মাত্র ৫৯ বার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্পিনারদের ছোবল সামলানোয় সেরা ক্রিকেটার কে?
  • অনেকেই বলবেন শচীন, সৌরভ থেকে কোহলি, রোহিতদের নাম। কেউ বলবেন লারা, কালিস থেকে স্মিথ, রুটদের নাম।
  • কিন্তু টিম ইন্ডিয়ার 'প্রাক্তন' টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা এমন একজনকে এক্ষেত্রে বেছে নিয়েছেন, যাঁকে তাঁর মনে হয়েছে বাকিদের চেয়ে ভালো স্পিন খেলেন।
Advertisement