shono
Advertisement
India Cricket Team

আজ থেকে তিন ম্যাচের 'অডিশন' শুরু গিলের, ব্যর্থ হলে বিশ্বকাপে প্ল্যান বি'র পথে টিম ইন্ডিয়া!

গুণে গুণে ঠিক আর আটখানা ম্যাচ পড়ে রয়েছে বিশ্বকাপের আগে।
Published By: Arpan DasPosted: 10:31 AM Dec 14, 2025Updated: 10:31 AM Dec 14, 2025

স্টাফ রিপোর্টার: পড়ে বাকি তিনখানা ম্যাচ। দেখতে গেলে, যাকে ম্যাচ না বলে স্বচ্ছন্দে তিনটে 'অডিশন'-ও বলা যায়। অন্য কারও নয়। ভারতের টি-টোয়েন্টি সহ অধিনায়ক শুভমান গিলের 'অডিশন' কিংবা অগ্নিপরীক্ষা। যদি আগামী তিনটে ম্যাচের মধ্যে তিনি রান পান, ভালো। কিন্তু না পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম যদি প্ল্যান 'বি' নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দেয়, অবাক হওয়ার থাকবে না।

Advertisement

গত এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটেছিল গিলের। আর টিমে ফিরে আসা শুধু নয়, সোজা সহ অধিনায়ক করে দেওয়া হয় তাঁকে। সঞ্জ স্যামসনের ওপেনিং স্লটও চলে যায়। তাঁর জায়গায় অভিষেক শর্মার সঙ্গে এশিয়া কাপ থেকে ওপেন করতে যাচ্ছিলেন গিল। সঞ্জুকে প্রথমে পাঠানো হয় মিডল অর্ডারে। তাঁর চেনা ব্যাটিং পজিশন বদলে। পরে দল থেকেই তিনি বাদ পড়ে যান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেই যেমন দলে জায়গা হচ্ছে না সঞ্জুর। তাঁর জায়গায় কিপার-ব্যাটার হিসেবে খেলছেন জিতেশ শর্মা।

মজার হল, গিলের টানা ব্যর্থতা যদি অদূর ভবিষ্যতে সঞ্জুর সামনে পুনরায় সুযোগের দরজা দিলেও দিতে পারে।

আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর খুব বেশি দূরে নয়। আজ রবিবার, ধরমশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। সেই ম্যাচ ধরলে, গুণে গুণে ঠিক আর আটখানা ম্যাচ পড়ে রয়েছে বিশ্বকাপের আগে। তাই বিশেষ সময় আর পড়ে নেই। মনে করা হচ্ছে, সিরিজে পড়ে থাকা বাকি তিন ম্যাচের মধ্যে গিলকে নিদেনপক্ষে দু'টোয় রান করতে হবে। এশিয়া কাপ থেকে টানা ব্যর্থ হয়ে যাচ্ছেন তিনি। চলতি সিরিজেও তাঁর অবস্থা প্রবল সঙ্গীন। প্রথম ম্যাচে করেছিলেন ৪। দ্বিতীয় ম্যাচে প্রথম বলে আউট হয়ে ফিরে যান। সূর্যকুমার যাদব-এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে একটা ৪৭ রান করা ছাড়া তিনিও মনে রাখার মতো কিছু করতে পারেননি। তাঁরও দুঃসহ অফ ফর্ম চলছে। কিন্তু তার পরেও সূর্য দেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তাঁর তবু একটা 'রক্ষাকবচ' রয়েছে। যা গিলের নেই। বলা হচ্ছে, গিল যদি এবার রান পান ভালো। না পেলে জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ থেকে ভিন্ন কিছু ভাবতে হবে টিমকে। কারণ গিল পারছেন না। তাঁর আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। আর কত দিন অপেক্ষা করা সম্ভব তাঁকে নিয়ে?

ভারতীয় কোচ গৌতম গম্ভীর-তিনিও প্রবল চাপে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর কোচিংয়ে থাকা ভারতীয় দল চুনকাম হয়েছে। বিরাট কোহলি-রোহিত শর্মাদের 'আশীর্বাদে' ওয়ানডে সিরিজ পকেটস্থ করা গেলেও, টি-টোয়েন্টি সিরিজে কী হবে, বলা যাচ্ছে না। প্রথম ম্যাচ সহজে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৫১ রানে হেরে গিয়েছে ভারত। সর্বোপরি, সেই ম্যাচে অক্ষর প্যাটেলকে তিন নম্বরে পাঠিয়ে সমালোচনার শিকার হয়েছেন গম্ভীর। এমনিতে ভারতীয় কোচ নিজের দোষ-টোষ বিশেষ স্বীকার করতে চান না। লিখে দেওয়া যায়, মুলানপুর টি-টোয়েন্টিতে অক্ষরকে তিন নম্বরে পাঠানো যে মহাভুল হয়েছে, তিনি মানবেন না। কিন্তু মনে হয় না, ধরমশালা টি-টোয়েন্টিতে অক্ষরকে ফের তিন নম্বরে যেতে দেখা যাবে বলে। বরং টি-টোয়েন্টিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তিনে ফিরে আসতে পারেন। যে স্লটে নেমে তিনি অতীতে প্রচুর রান পেয়েছেন। শিবম দুবেকেও আর আট নম্বরে ব্যাট করতে যেতে দেখার সম্ভাবনা কম।

ফর্ম্যাট নির্বিচারে বিগত কয়েকটা ম্যাচ ধরে একটা বিষয় প্রবল ভুগিয়ে চলেছে টিমকে। সেটা হল, টস। কালেভদ্রে যা জিতছে ভারত, তুলনায় হারছে অনেক বেশি। যে কারণে এ দিন ধরমশালায় ভেজা বলে প্র্যাকটিস করল টিম ইন্ডিয়া। যাতে কপাল মন্দ হলে শিশিরের প্রকোপ সামলাতে অসুবিধে না হয়। আসলে রাতের দিকে বোলিং করতে হলে শিশিরের কারণে বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হয়। বিশেষ করে স্পিনারদের। দেখা যাক, এবার কী হয়? সঙ্গে দেখা যাক, শুভমান সমালোচনার স্রোত পেরিয়ে স্বস্তির সরণিতে ফিরতে পারেন কি না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পড়ে বাকি তিনখানা ম্যাচ। দেখতে গেলে, যাকে ম্যাচ না বলে স্বচ্ছন্দে তিনটে 'অডিশন'-ও বলা যায়।
  • অন্য কারও নয়। ভারতের টি-টোয়েন্টি সহ অধিনায়ক শুভমান গিলের 'অডিশন' কিংবা অগ্নিপরীক্ষা।
  • যদি আগামী তিনটে ম্যাচের মধ্যে তিনি রান পান, ভালো।
Advertisement